
স্বামীর সঙ্গে মলদ্বীপে একান্তে মিম, শেয়ার করলেন হানিমুনের PHOTOS

মিমের সৈকত খুব প্রিয়। তাই বরকে নিয়ে মলদ্বীপে হানিমুনে যাবেন আগেই জানিয়ে ছিলেন মিম।

কিন্তু বিয়ের পরেই স্বামী সনি পোদ্দার করোনায় আক্রান্ত হওয়ায় সেই মধুচন্দ্রিমার পরিকল্পনা বাতিল করতে হয়।

তবে জানুয়ারিতে না হলেও ফেব্রুয়ারিতে স্বামীকে নিয়ে হানিমুনে মলদ্বীপে হাজির হয়েছেন মিম।

সেখানে হানিমুনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।

নানা মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছেন তিনি।

সমুদ্রের নীল জলের মাঝে স্বামী সনি পোদ্দারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন তিনি।

মনোকিনিতে জলের মাঝে নিজের ছবিও শেয়ার করেছেন ঢাকাই অভিনেত্রী।

মিমের শেয়ার করা হানিমুনের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।

বিয়ের পর আরও রূপ খুলেছে। চোখ ফেরানো যাচ্ছে না। মিমের অনুরাগীদের এমনটাই দাবি।

ছবি শেয়ার করে মিম লিখেছেন, ‘মধুচন্দ্রিমার দিনগুলো। তোমার কারণেই তো আমি জানি, ভালোবাসা কী।’

আরেক জায়গায় মিম লিখেছেন, ‘আত্মার গভীর থেকে জানি, আমিই নিয়তি।’

মিমরা আছেন মলদ্বীপের হুরুলহি দ্বীপে।মূল শহর থেকে সি-প্লেনে আধা ঘণ্টার পথ এই দ্বীপ।

দ্বীপের চারধার দিয়ে সমুদ্রের নীল জল, তার মাঝেই একান্তে স্বামী সনি পোদ্দারের সঙ্গে একান্তে রয়েছেন মিম।

দেখেই বোঝা যাচ্ছে, সময়টা খুবই উপভোগ করছেন মিম ও সনি।

মিম জানিয়েছেন, সময় কাটানোর জন্য এত সুন্দর জায়গা আর আগে দেখেননি তিনি।

নিরিবিলি এই দ্বীপে সনির সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন মিম।

মঙ্গলবার মালদ্বীপে গিয়েছেন মিম ও সনি পোদ্দার।

শনিবার ফের বাংলাদেশে ফিরেছেন তাঁরা।

৪ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন মিম।

মিমের বর সনি পোদ্দার একজন ব্যাঙ্ক কর্তা, তাঁর বাড়ি কুমিল্লায়।

বিয়ের আগে গত ১০ নভেম্বর নিজের জন্মদিনে সনির সঙ্গে আংটি বদল হয় মিমের।

ছয় বছর সম্পর্কে থাকার পর সনিকে বিয়ে করলেন মিম।