scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

Bidya Sinha Saha Mim Wedding: লাজে রাঙা নববধূ, দেখুন নায়িকা মিমের গায়ে হলুদ থেকে বিয়ে

Bidya Sinha Saha Mim Weeding
 • 1/18

বিয়ে হয়ে গেল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের। মঙ্গলবার দুপুরে ঢাকার পাঁচতারা হোটেলে বসেছিল বিয়ের আসর।

Bidya Sinha Saha Mim Weeding
 • 2/18

এর আগে সোমবার অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। 
 

Bidya Sinha Saha Mim Weeding
 • 3/18

বিয়েতে মিম পরেছিলেন লাল লেহেঙ্গা সঙ্গে শরীর জুড়ে দামি গয়না।
 

Advertisement
Bidya Sinha Saha Mim Weeding
 • 4/18

বিয়েতে ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের লাল লেহেঙ্গায় সাজলেন মিম।  
 

Bidya Sinha Saha Mim Weeding
 • 5/18

পাত্রের নাম সনি পোদ্দার। তিনি পেশায় একজন ব্যাঙ্কার। সনি পোদ্দারের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। 

Bidya Sinha Saha Mim Weeding
 • 6/18

সানি  পড়াশোনা করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। কয়েকটি ব্যাঙ্কে চাকরি করার পর বর্তমানে সিটি ব্যাঙ্কের উচ্চ পদে কর্মরত রয়েছেন।
 

Bidya Sinha Saha Mim Weeding
 • 7/18

মিমের স্বামী সনি পরেছিলেন শেরওয়ানি ও গোলাপি পাগড়ি।
 

Advertisement
Bidya Sinha Saha Mim Weeding
 • 8/18

বিয়েতে উপস্থিত ছিলেন মিমের ঘনিষ্ঠজনেরা।

Bidya Sinha Saha Mim Weeding
 • 9/18

 এছাড়া শোবিজের একাধিক পরিচালক, শিল্পীও ছিলেন বলে জানা গেছে।
 

Bidya Sinha Saha Mim Weeding
 • 10/18

গতবছর জন্মদিনের সন্ধ্যায় (১০ নভেম্বর) বাগদানন সারেন বিদ্যা সিনহা মিম।
 

Bidya Sinha Saha Mim Weeding
 • 11/18

ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তার পর প্রেম।  

Advertisement
Bidya Sinha Saha Mim Weeding
 • 12/18

হিন্দু রীতি  মেনেই বিয়ে হয় মিমের। 

Bidya Sinha Saha Mim Weeding
 • 13/18

বিয়ের পর নিজেই ফেসবুকে  ছবি পোস্ট করেন মিম।
 

Bidya Sinha Saha Mim Weeding
 • 14/18


তিনি লেখেন, ‘শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য সকল ভক্ত, শুভানুধ্যায়ীদের কাছে শুভকামনা প্রার্থী।’
 

Bidya Sinha Saha Mim Weeding
 • 15/18

 ৭ বছর আগে ২০১৫ সালে ‘বর্ণিল বিয়ে’ ম্যাগাজিনের প্রচ্ছদে কনে সেজেছিলেন এই অভিনেত্রী। ভিন্ন ভিন্ন সাজ ও পোশাকে ‘নানা রঙের কনে’ শিরোনামে ওই প্রচ্ছদের শ্যুট চলাকালে মিম জানিয়েছিলেন বিয়ে নিয়ে তাঁর স্বপ্নের কথা। 

Advertisement
Bidya Sinha Saha Mim Weeding
 • 16/18

মিম জানিয়েছিলেন নিজের বিয়েতে কেমন সাজে সাজতে চান তিনি।  মিম বলেছিলেন, বিয়েতে তো অনেক অনুষ্ঠানই হয়ে থাকে। সেসবে একেক দিন একেক রকম শাড়ি পরার ইচ্ছা আছে। তবে এটাও বলছিলেন, মূল বিয়ের অনুষ্ঠানে শাড়িটা অবশ্যই লাল রঙের হতে হবে। কারণ, লাল ছাড়া যেন সম্পূর্ণ হয় না কনেসাজ। এবার সত্যিকারের কনে সাজলেন মিম।
 

Bidya Sinha Saha Mim Weeding
 • 17/18


মিম অভিনীত নতুন দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে ‘পরাণ’ মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি এবং ‘দামাল’ মুক্তি পেতে পারে মার্চে। এছাড়া   ‘অন্তর্জাল’ নামের আরেকটি সিনেমার কাজ করছেন মিম। 
 

Bidya Sinha Saha Mim Weeding
 • 18/18

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।
 

Advertisement