scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

ইলিশের রেসিপি পাঠালেই লোভনীয় পুরস্কার! কোথায়, কী ভাবে?

ইলিশের রেসিপি
  • 1/8

ইলিশের রেসিপি পাঠালে হাতে মিলবে দুর্দান্ত পুরস্কার। সম্প্রতি এমনই উদ্যোগ নেওয়া হয়েছে ওপার বাংলায়।  ইলিশের রেসিপি  পাঠালেই মিলবে ঘুরতে যাওয়ার টিকিট। 

বাংলাদেশের
  • 2/8

বাংলাদেশের একটি সংস্থা প্রোটিন মার্কেট লিমিটেড এই আয়োজন করেছে। এই সংস্থা আয়োজন করছে ইলিশ কার্নিভাল ও রেসিপি প্রতিযোগিতা।

নিয়ম অনুযায়ী
  • 3/8

নিয়ম অনুযায়ী, প্রতিযোগীরা রেসিপি লিখে পাঠাতে হবে। সেইসঙ্গে ইলিশের পদ তৈরি হয়ে গেলে সেই খাবার হাতে নিয়ে সংশ্লিষ্ট প্রতিযোগী ছবি তুলে পাঠাবেন।

Advertisement
এর পাশাপাশি
  • 4/8

এর পাশাপাশি খাবারের ছবি আলাদা করে পাঠাতে হবে। রান্না করা ইলিশের পদের ১০ সেকেন্ডের ভিডিও পাঠানো হবে।
 

সংস্থার তরফ
  • 5/8

সংস্থার তরফ থেকে মেল আইডি দেওয়া হয়েছে।  contest@proteinmarket.com.bd এতে করে প্রত্যেকে ছবি-ভিডিও পাঠাতে পারবেন। 

রেসিপি পাঠানোর
  • 6/8

রেসিপি পাঠানোর তারিখ ২৩ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত। তবে প্রচলিশ ইলিশের রেসিপি পাঠালে হবে না। অভিনব কোনও রেসিপি থাকলে তবেই পাঠাতে হবে।

বিজয়ীদের জন্য
  • 7/8

বিজয়ীদের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।  ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট সহ নানা পুরস্কার রয়েছে জয়ীদের জন্য। 

Advertisement
সংস্থার তরফ
  • 8/8

সংস্থার তরফ থেকে বলা হয়েছে, মানুষকে ইলিশ খাওয়ানো ও এই মাছের জনপ্রিয়তা আরও বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 
 

Advertisement