scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

'অমিত শাহের জ্ঞান সীমিত,' বলল ক্ষুব্ধ বাংলাদেশ

Amit Shah
  • 1/9

‘বাংলাদেশের গরীব মানুষ এখনও খেতে পাচ্ছে না। ' বাংলায় ভোট প্রচারে এসে স্বম্প্রতি এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
 

Amit Shah
  • 2/9

বাংলাদেশ নিয়ে অমিত শাহের জ্ঞান সীমিত বলেই মনে করেন সেদেশের বিদেশমন্ত্রী। বরং তাঁর দাবি, বিভিন্ন ক্ষেত্রেই ভারতের থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে।
 

Amit Shah
  • 3/9

এবার বাংলা জয় শাহ-মোদীর লক্ষ্য। তাই নিয়মতি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রচারে আসতে দেখা যায়। বাংলায় প্রচারে এসে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহ বলেন, ‘বাংলাদেশে পর্যাপ্ত খাবারের অভাব রয়েছে। সেদেশে বহু মানুষ নিজেদের রাষ্ট্রেই অভুক্ত থাকেন। ফলে সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়ছে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে এই অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করা হবে।’
 

Advertisement
Amit Shah
  • 4/9

অমিত শাহর এই দাবি ঘিরেই বিতর্ক দানা বাঁধে। আব্দুল মোমেন-কে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি  বাংলাদেশ সমন্ধে শাহের জ্ঞান নিয়ে কটাক্ষ ছুড়ে দেন।
 

Amit Shah
  • 5/9

 এ ধরণের মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’ ও ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন মোমেন।  বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেন, ‘বিশ্বে এমন অনেক জ্ঞানী লোক আছেন যাঁরা দেখার পরেও দেখেন না, জানার পরেও বুঝতে পারেন না। কিন্তু অমিত শাহ যে মন্তব্য করেছেন তার জবাবে আমাকে বলতেই হচ্ছে যে, বাংলাদেশ সমন্ধে ওনার জ্ঞান খুবই সীমিত। বর্তমানে এ দেশে অভুক্ত হয়ে মৃত্যুর ঘটনা নেই। এমনকী দেশের উত্তর পূর্ব প্রান্তেও খুদার জন্য হাহাকার নেই।’

Amit Shah
  • 6/9

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছেন, বাংলাদেশ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তথ্য সীমিত। তিনি বলেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক যখন গভীর হচ্ছে তখন এ জাতীয় বক্তব্য মোটেই গ্রহণযোগ্য হয় না। এ জাতীয় বক্তব্য থেকে ভুল ধারণা তৈরি হয়।

Amit Shah
  • 7/9

একই সঙ্গে বাংলাদেশের  বিদেশমন্ত্রীর দাবি, সামাজিক উন্নয়নের সূচকে একাধিক ক্ষেত্রে ভারতের থেকে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ ভালো শৌচাগার ব্যবহার করেন, ভারতে এই সংখ্যা ৫০ শতাংশের আশেপাশে।

Advertisement
BANGLADESH
  • 8/9

মোমেন স্বীকার করেছেন যে বাংলাদেশে শিক্ষিত লোকদের চাকরির ঘাটতি রয়েছে। তাঁর দাবি, সেদেশে শিক্ষিতদের কর্মসংস্থানের ঘাটতি থাকলেও তুলনায় কম শিক্ষিতদের এমন কোনও বিপদের মুখোমুখি হতে হয় না। অন্যদিকে, প্রায় লক্ষাধিক ভারতীয় বাংলাদাশে কাজ করছেন। এখন আর কাজের জন্য বাংলাদেশিদের ভারতে যাওয়ার প্রয়োজন হয় না বলে জানিয়েছেন ওপারের বিদেশমন্ত্রী।
 

Amit Shah
  • 9/9

সদ্য বাংলাদেশে ঘুরে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের গভীরতা নিয়ে আশাবাদী ভারতের প্রধানমন্ত্রী। যদিও মোদীর সফর ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল ঢাকায়। এপারের নির্বাচনে এই সফরকে কেন্দ্র করে টানাপোড়েন চলেছে।

Advertisement