scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

Year Ender 2021: স্বাধীনতার ৫০ থেকে মৌলবাদীদের চোখরাঙানি, কেমন কাটলো বাংলাদেশের ২০২১

bangladesh Year Ender 2022
  • 1/13

আর মাত্র কয়েকটা দিন। তারপরই পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। তবে ২০২১ সালে ঘটে গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যা সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রভাব ফেলেছে আমাদের ওপর। আমাদের প্রতিবেশী বাংলাদেশের সেরকমই কিছু ঘটনার কথা বছর শেষে ফিরে দেখা যাক।
 

bangladesh Year Ender 2022
  • 2/13

জানুয়ারিতে ভারতের হাত ধরে করোনা টিকা শুরু
গতবছর করোনা মহামারিতে স্বব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। সবাই মহামারির বিরুদ্ধে যুদ্ধে জিততে অপেক্ষায় ছিলেন টিকার। বাংলাদেশের চিত্রটাও ছিল সেরকমি। তবে সেদেশে ভারতের হাত ধরেই শুরু হয় করোনার টিকাকরণ। সবার প্রথম  ২১ জানুয়ারি - ভারতের উপহারস্বরূপ সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা বাংলাদেশে পৌঁছয়।
 

bangladesh Year Ender 2022
  • 3/13

ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
বিশ্বে ক্ষুধা নিবারণ কার্যক্রম ও ফলাফলের দিক থেকে দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের (জিএইচআই)-২০২১ এর প্রতিবেদন প্রকাশিত হয় গত ১৪ অক্টোবর। এতে দেখা যায়, এবারের তালিকায় বাংলাদেশ ৭৬, পাকিস্তান ৯২ এবং ১০১ নম্বরে রয়েছে ভারত।

Advertisement
bangladesh Year Ender 2022
  • 4/13

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর
বাংলাদেশ  স্বাধীনতা অর্জনের ৫০ বছর- সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ যুক্ত হওয়ায় সমগ্র আয়োজনটি ভিন্ন মাত্রা পেয়েছিল। বছরব্যাপি ছিল নানা আয়োজন। সমাপ্ত হল, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দুইদিনের উৎসবের মধ্য দিয়ে।
 

bangladesh Year Ender 2022
  • 5/13

মোদীর ঢাকা সফর
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ - 'মুজিব বর্ষ' উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে গত  ২৬ মার্চ দু'দিনের বাংলাদেশ সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি।

bangladesh Year Ender 2022
  • 6/13

হেফাজতে ইসলামের বিক্ষোভে উত্তপ্ত দেশ
মোদীর ঢাকা সফরের সময়ইকিছু ইসলামি ও বাম রাজনৈতিক সংগঠন তার এই সফরের বিরোধিতা করে৷ যার নেতৃত্বে ছিল হেফাজতে ইসলাম। ওই সময় ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে  হিংসাত্মক ঘটনা ঘটে। হিংসা রুখতে পুলিশের গুলিতে মৃত্যু হয় অন্তত ৮ জনের। এর পরই চরমপন্থী ইসলামি সংগঠন হেফাজতে ইসলামের একের পর এক নেতাকে গ্রেফতার করতে শুরু করে হাসিনা প্রশাসন।

bangladesh Year Ender 2022
  • 7/13

দুর্গাপুজোয় অশান্তির আগুন
বাংলাদেশে দুর্গাপুজোকে কেন্দ্র করে হিংসার ঘটনার সূত্রপাত হয়েছিল।  অশান্তির খবর মিলেছিল বাংলাদেশের একাধিক প্রান্ত থেকে। বাংলাদেশে দুর্গাপূজা মণ্ডপে ভাঙচুরের বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া যায়। এর পরেই বাংলাদেশের হাসিনা সরকার কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেয়।  একটি পুজো মণ্ডপে কোরান শরিফের অসম্মান করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ছড়ায়। এরপর মণ্ডপে ভাঙচুরের এই সহিংসতা শুরু হয়। শেষপর্যন্ত পুলিশ অবশ্য ইকবাল হোসেন নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করে। 
 

Advertisement
bangladesh Year Ender 2022
  • 8/13

সংখ্যালঘুদের হাসিনার আশ্বাস
বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুজোমণ্ডপে হামলার ঘটনার প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের নেতারা নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ব্যক্ত করেন। তারা বলেন, এসব ঘটনায় হিন্দুদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনা এবং তার জের ধরে সহিংসতার ঘটনাগুলোর সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

bangladesh Year Ender 2022
  • 9/13

মন্ত্রীর পদত্যাগ
একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করতে হয়  তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে। সম্প্রতি বিভিন্ন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. মুরাদ হাসানের দেওয়া কিছু বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। তারমধ্যে ছিল খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের কন্যাকে নিয়ে অশালীন মন্তব্য। এছাড়াও মুরাদ্র বিরুদ্ধে বাংলাদেশি নায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। ভাইরাল হয় সেই অডিও টেপ।
 

bangladesh Year Ender 2022
  • 10/13

পরীমনিকে নিয়ে উত্তাল পরিস্থিতি
চলতি বছরের অগস্টে বাংলাদেশ উত্তাল হয়েছিল সেখানকার জনপ্রিয় নায়িকা পরীমনিকে নিয়ে। পরীমনির বাড়িতে মাদকদ্রব্য এবং মদ পাওয়া গেছে। এছাড়াও নগ্ন অবস্থায় তার ছবি উদ্ধার হয়েছে। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। প্রায় একমাস কারাবাসের পর জামিনে মুক্তি পান পরী। এর আগে জুন মাসে  পরীমনি তাঁর ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলেছিলেন।

bangladesh Year Ender 2022
  • 11/13

স্বাধীনতা প্রাপ্তির সুবর্ণ জয়ন্তীতে কোবিন্দ
মুক্তিযুদ্ধের ৫০ বছরের পাশাপাশি এই বছর  ভারত-বাংলাদেশ মৈত্রীর সুবর্ণ জয়ন্তীও বটে। এই উপলক্ষ্যে বাংলাদেশের আমন্ত্রণে অতিথি হিসেবে সে দেশ সফরে যান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের সম্মানীয় অতিথি হিসেবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধাস্মারক প্রদান করা হয়।

Advertisement
bangladesh Year Ender 2022
  • 12/13

নজর কাড়ল ওপার বাংলার একাধিক মন্দির
২০২১ সালে বাংলাদেশের  একাধিক মন্দির আলোচনায় এসেছে। ঢাকা সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির পুজো দিয়েছেন। ওড়াকান্দির মতুয়া মন্দিরেও যেতে দেখা যায় ভারতীয় প্রধানমন্ত্রীকে। আর বছর শেষে বাংলাদেশ সফরে গিয়ে রমনা কালীমন্দির নতুন রূপে উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের হাতে ধ্বংস হয়েছিল ঢাকার বিখ্যাত এই মন্দির। 

bangladesh Year Ender 2022
  • 13/13

২০২১ সালেই বাংলাদেশের ক্রিকেট সবচেয়ে সফল
২০২১ সাল বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের জন্য মিশ্র অভিজ্ঞতার এক বছর। এ বছরই টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। দুই দলের বিপক্ষে টি-২০-তে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গাও করে নিয়েছে বাংলাদেশ। কিন্তু এ বছরই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপটা ছিল ভরাডুবির। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হেরেছে দল। বছর শেষ করেছে পাকিস্তানের কাছে টানা দুই সিরিজ হেরে। সব মিলিয়ে বছরের শেষ ভাগটা বাংলাদেশকে হতাশ করেছে। এ বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ডের চেয়েও বিশ্বকাপের ব্যর্থতাই মনে থাকবে বেশি। কিন্তু পরিসংখ্যান বলছে ২০২১ সালেই বাংলাদেশ সবচেয়ে ভালো ছিল!

Advertisement