Advertisement
বাংলাদেশ

মুগ্ধ তিনি! ‘মহানগর’ নিয়ে বাংলাদেশি অভিনেতাকে প্রশংসায় ভরালেন প্রসেনজিৎ

  • 1/9


ভারতের ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে  বাংলাদেশি পরিচালক আশফাক নিপুণ-এর প্রথম ওয়েব সিরিজ ‘মহানগর’। রাজধানী ঢাকার একটি রাতের কয়েক ঘণ্টার গল্প নিয়ে তৈরি  হয়েছে সিরিজটি। রাতের মেট্রো শহরে অসংখ্য ঘটনা ঘটে। তারই ছোট্ট একটা অংশ উঠে এসেছে এই ওয়েব সিরিজে। মুক্তির পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছে ‘মহানগর’।
 

  • 2/9

বাংলাদেশের তো বটেই এপার বাংলারও বহু দর্শক-সমালোচক  সিরিজটিকে  প্রশংসার ভরিয়ে দিয়েছেন। সেই প্রশংসার পালে নতুন সংযোজন টলিউডের সবচেয়ে নির্ভরশীল মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি ‘মহানগর’র পরিচালক আশফাক নিপুণকে সোজা ফোন করে বসলেন।

  • 3/9

বাংলাদেশের ওয়েব সিরিজ ‘মহানগর’ দেখে তিনি  মুগ্ধ হয়েছেন। তাই সরাসরি আশফাককে ফোন করে প্রসেনজিৎ বলেন, ‘আপনার সিনেমা বানানো উচিত। সিরিজ তো বানাবেনই, কিন্তু আপনার উচিত সিনেমা বানানো। সিনেমা আপনার জায়গা।’
 

Advertisement
  • 4/9


 রবিবার দুপুরে আশফাক নিপুণকে ফোন করেন প্রসেনজিৎ। প্রায় ১৫ মিনিট কথা হয়েছে, যার পুরোটাই ছিল ‘মহানগর’ নিয়ে। এর গল্প, অভিনয়, শিল্পী ও কলাকুশলী—সবকিছু নিয়ে দারুণ উচ্ছ্বসিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

  • 5/9

 নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন নিপুণ নিজেই। নিপুণ লিখেছেন, "আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি! কিছুক্ষণ আগে ভারতের লেজেণ্ডারী অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি স্বয়ং আমাকে কল করে "মহানগর" এর ভুয়সী প্রশংসা করেছেন! প্রায় ১৫ মিনিট কথা হয়েছে উনার সঙ্গে যার পুরাটাই ছিল "মহানগর" নিয়ে। মহানগর এর গল্প, পারফরম্যান্স, কাষ্ট, ক্রু সবকিছু নিয়ে দারুণ উচ্ছসিত তিনি।


 

  • 6/9

"মহানগর" এর গল্প বলার ধরণে, প্রতিটা অভিনেতার পারফরম্যান্স উনি মুগ্ধ। বিশেষ করে ওসি হারুণ চরিত্রে মোশাররফ করিম এর অভিনয় নিয়ে উনার মুগ্ধতা কমছিলই না! এটাও বললেন করিম ভাইয়ের মতো অভিনেতা এখন ঐ বাংলাতেও আর দেখা যায় না। শিশুর মত আগ্রহ নিয়ে "মহানগর" এর শুটিং নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন, ঋতুপর্ণ ঘোষের সিনেমার প্রসঙ্গ টানছিলেন, উৎপল দত্তর কথা বলছিলেন আর এদিকে আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছিলাম না! নিপুণ আরও লেখেন, ইউনিটের সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে ফোন রাখার আগে বারবার জোর দিয়ে বললেন, "আপনার সিনেমা বানানো উচিৎ। সিরিজ তো বানাবেনই, কিন্তু আপনার উচিৎ সিনেমা বানানো। সিনেমা আপনার জায়গা।"পোস্টের নিচে সবশেষে আশফাক নিপুণ কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, একেবারে হৃদয় থেকে বিনম্র সম্মান। আরও গল্প বলার সাহস অনুভব করছি। ধন্যবাদ বুম্বা দা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)।

  • 7/9

গত ২৫ জুন থেকে হইচই-তে  বাংলাদেশের ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পেয়েছে। সিরিজটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মোস্তাফিজুর নূর ইমরান, শ্যামল মাওলা, জাকিয়া বারি মম, লুতফর রহমান জর্জ, খায়রুল বাসার, নাসির উদ্দিন খান, নিশাত প্রিয়ম, রুকাইয়া জাহান চমক, শাহেদ আলী প্রমুখ।

Advertisement
  • 8/9

নিপুণের সঙ্গে ফোনে কথা বলার পর অফিসিয়াল অডিও বার্তাও পাঠান প্রসেনজিৎ। সেখানে তিনি বলেন, ‘আমি নিজে থেকেই ফোন করেছি আশফাক নিপুণকে। হইচই-এ আমি ‘মহানগর’ দেখেছি। অসম্ভব একটা ভালো কাজ হয়েছে। অভিভূত হয়ে গেছি। বাংলা ভাষায় অসম্ভব একটা ভালো কাজ হয়েছে বাংলাদেশ থেকে। এখানে সবাই খুব ভালো অভিনয় করেছে। বিশেষ করে, করিমের (মোশারফ করিম) অভিনয় আমি আগেও দেখেছি, ওসি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। দুই বাংলার মধ্যে এমন একজন ভালো অভিনেতা আছেন এটা ভেবেও  আমি গর্বিত হচ্ছি। এখানে সবাই ভালো অভিনয় করেছে। সেই কারণে নিপুণের নম্বর সংগ্রহ করে নিজ থেকে ফোন দিয়েছি। দুই বাংলার মধ্যে এটা সেরা একটা সিরিজ হয়েছে। পুরো টিমকে আমার শুভেচ্ছা। আশা করবো বড় পর্দায় জন্য খুব জলদি সিনেমা বানাবেন তিনি। সেটা বানালে তাকে দর্শক মনে রাখবে।’

  • 9/9

এদিকে শোনা যাচ্ছে ‘মহানগর’র বিপুল সাফল্যের পর এবার এই ওয়েব সিরিজের দ্বিতীয় পার্ট ‘মহানগর-২’ আসতে চলেছে। এই বিষয়ে নির্মাতা আশফাক নিপুণ জানান, সিজন-২ শুরু হবে। তবে এখনই নয়। আরও একটু সময় নিয়ে এর কাজে তিনি নামতে চান।
 

Advertisement