scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

হাসিনার ‘আম কূটনীতি’র জয়জয়কার, 'আপনি মাতৃতুল্য', ফোন বিপ্লবের

mango diplomacy
  • 1/10

 বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আম কূটনীতিতে ঝুঁকেছেন। বিভিন্ন দেশের রাজা-বাদশা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে তিনি আম উপহার দিচ্ছেন।

mango diplomacy
  • 2/10

প্রতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আম উপহার দিয়ে দেন। এবারও ব্যতিক্রম হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

mango diplomacy
  • 3/10


ভারতের শীর্ষ নেতাদের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে হাসিনা ২৬০০ কেজি আম পাঠান। ইতোমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপহারের আম ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দফতরে ভারতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে হস্তান্তরও করা হয়েছে।
 

Advertisement
mango diplomacy
  • 4/10

হাসিনা মোদীর সঙ্গেই আম পাঠিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই তালিক থেকে বাদ গেলেন না আরেক বাঙালি মুখ্যমন্ত্রীও। ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লিব দেবের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে 'হাড়িভাঙ্গা' আম পাঠিয়েছেন  শেখ হাসিনা।

mango diplomacy
  • 5/10

উপহার হিসেবে আম পাঠানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোনে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিপ্লব দেব।  কৃতজ্ঞতা জানাতে মঙ্গলবার  সন্ধ্যার পর টেলিফোন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। উপহারের প্রসঙ্গে  ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর ও আন্তরিক সম্পর্ক। বাংলাদেশের জন্মলগ্নে ভারত বড় ভূমিকা পালন করেছে। পাশাপাশি ত্রিপুরা রাজ্য মুক্তিযুদ্ধের সময় মানুষকে কীভাবে সহায়তা করেছে একথা বাংলাদেশবাসী জানেন এবং সম্মানের সঙ্গে স্মরণ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  বিপ্লব কুমার দেব মাতৃতুল্য বলেও জানান।

mango diplomacy
  • 6/10

শেখ হাসিনা তার শ্বশুরবাড়ি রংপুরের হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন ভারতীয় রাষ্ট্র নেতাদের। হাড়িভাঙ্গা আম প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব প্রিয়। ভারতে এই জাতের আম পাওয়া যায় না। 

mango diplomacy
  • 7/10

তবে ভারতের মুখ্যমন্ত্রীদের মধ্যে কেবল মমতা-বিপ্লবই নয় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও আম উপহার পাঠিয়েছেন হাসিনা। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ও   বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলাকেও আম পাঠানো হয়েছে।

Advertisement
mango diplomacy
  • 8/10

ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক, প্রধানমন্ত্রী লোটে শেরিং, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের কাছেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আম উপহার পাঠানো হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী কে পি প্রসাদ শর্মা অলিকেও আম উপহার দিয়েছেন হাসিনা।

mango diplomacy
  • 9/10


 প্রতিবেশী দেশ ছাড়াও সুদূর মধ্যপ্রাচ্যের দেশগুলোর শীর্ষ নেতাদের জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আম উপহার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, আরব আমিরশাহী, কাতার, বাহারাইন, জর্ডন ও কুয়েত।

mango diplomacy
  • 10/10

হাসিনার দেওয়া উপহারের আমের মধ্যে রয়েছে প্রধানত হাড়িভাঙা আম। তবে এর বাইরে হিমসাগর, ফজলি ও ল্যাংড়া আমও বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপহারের তালিকায় রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের এই আম উপহার পাঠানো হচ্ছে বলে সেদেশের বিদেশমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে।
 

Advertisement