scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

Sunny Leone: হল না ঢাকাই ছবিতে মুখ দেখানো! বাদ গেলেন সানি লিওন, কারণ?

sunny leone
  • 1/8


ঠিক দু'বছর আগের ঘটনা। সালটা ২০১৯, মাস অগাস্ট। শোনা গিয়েছিল এবার বাংলাদেশি সিনেমায় দেখা যাবে বলিউড অভিনেত্রী সানি লিওনকে। ‘বিক্ষোভ’ নামের একটি চলচ্চিত্রের আইটেম গানে নাচবেন তিনি। 

sunny leone
  • 2/8

এই খবর যে সত্যি তা জানিয়েছিলেন স্বয়ং পরিচালক শামীম আহমেদ রনি। আইটেম ড্যান্স করার জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন সানি লিওন।

sunny leone
  • 3/8

‘বিক্ষোভ’ মুক্তির জন্য তৈরি হয়ে গিয়েছে।  গত সপ্তাহে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

Advertisement
sunny leone
  • 4/8

তাহলে এবার কি ঢালিউড কাঁপাতে দেখা যাবে সানিকে?  কারণ, এই ছবিরই একটি গানে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওনিৃ। কিন্তু জানা যাচ্ছে সেন্সর বোর্ডে সানির সেই আইটেম গানটি নাকি জমাই দেওয়া হয়নি।
 

sunny leone
  • 5/8

ফলে বিক্ষোভ মুক্তি পেলেও তাতে দেখা যাবে না সানিকে।এর কারণ, বাংলাদেশের চলচ্চিত্রে সরকারের পূর্বানুমতি ছাড়া বিদেশি শিল্পীরা কাজ করতে পারবেন না, এমনটাই আইনে আছে। এই ছবিতে অনুমতি না নিয়েই সানি লিওনকে নিয়ে শুটিং করা হয়েছিল। এ কারণে সেন্সর বোর্ডে তাঁর অংশটি জমাই দেওয়া হয়নি।
 

sunny leone
  • 6/8

এ ব্যাপারে ছবির পরিচালক শামীম আহমেদ জানিয়েছেন, ‘ওই সময় হুট করেই সানি লিওনের শিডিউলটা পেয়েছিলাম আমরা। তা ছাড়া ওই সময় শুটিং না করলে একসঙ্গে রাহুল দেবকেও পাওয়া যেত না। ফলে তাড়াহুড়োর মধ্যে অনুমতি নেওয়ার সময় পাইনি আমরা। ভেবেছিলাম, পরে বাংলাদেশে ফিরে অনুমতির বিষয়টি ঠিকঠাক করে নেব। কিন্তু তা আর সম্ভব হয়নি। এ কারণে সরকারের নিয়ম মেনে ছবি থেকে সানি লিওনের অংশটি বাদ দিয়েছি।’
 

sunny leone
  • 7/8

তবে  পরিচালক বাংলাদেশের সংবাদ মাধ্যমকে  আরও জানিয়েছেন, ‘প্রযোজনা সংস্থার  শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল নামে ভারতে শাপলা মিডিয়ার একটি শাখা আছে। কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানটি অঙ্কুশকে নিয়ে ছবি করতে যাচ্ছে, সেই ছবিতে গানটি রাখার কথা আছে।’
 

Advertisement
sunny leone
  • 8/8

জানা যাচ্ছে  সানির ওপার চিত্রায়িত ‘বেবি ডল বেবি ডল’ শিরোনামের গানটি লিখেছিলেন আকাশ ও প্রিয় চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনা করেছিলেন আকাশ। কণ্ঠ দিয়েছেন আকাশ ও কোনাল। গানটিতে সানি লিওনের সঙ্গে অভিনয় করেন অভিনেতা রাহুল দেব ও বাংলাদেশের শান্ত খান। 
 

Advertisement