
প্রথম খবর পাওয়া গিয়েছিল, বাংলাদেশে যেতে পারবেন না সানি লিওন। কারণ বাংলাদেশ সরকার তাঁকে ভিসা দেয়নি। শেষপর্যন্ত অবশ্য সব প্রতিবন্ধকতা  জয় করেই স্বামী ড্যানিয়ালকে নিয়ে গত শনিবার ঢাকায় পা রাখেন বলিউডের আইটেম কন্যা। 
 

বাংলাদেশের এক টেলিভিশন চ্যানেলের কর্ণাধারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতেই সানির এবারের ঢাকা যাত্রা।

তবে কেবল সানি নন, এই বিয়ে বাড়িতে কার্যত বসেছিল চাঁদের হাট।

সানি লিওন-ড্যানিয়েল ওয়েবারের পাশাপাশি জনপ্রিয় গায়ক কৈলাশ খের, অভিনেত্রী নার্গিস ফকরিও হাজির ছিলেন সেই দেশের জনপ্রিয় ‘গান বাংলা চ্যানেল’-এর কর্ণধার ফারজানা মুন্নির মেয়ের বিয়ের অনুষ্ঠানে।

কেবল বলিউড নয়, পিছিয়ে ছিল না আমাদের টলিউডও। টলিউডের জনপ্রিয় তারকা নুসরত জাহান, যশ দাশগুপ্ত, অভিনেত্রী মিমি চক্রবর্তীও হাজির হন এই বিয়ের আসরে।

বাংলাদেশের গানবাংলা টিভির কর্ণধারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে 'তেরি দিওয়ানি' গানে দর্শকদের মাতিয়ে দেন কৈলাশ খের। সেই ভিডিয়োও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে।

ঢাকার একশ ফিট এলাকার শেফ টেবিল কনভেনশন হলে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢালিউড নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সেখানেই মিমি চক্রবর্তী, নুসরাত জাহান ও যশ দাশগুপ্তর সঙ্গে দেখা হয় দিঘীর।

মিমি ও নুসরাত-যশের সঙ্গে আলাদা দুটি সেলফিও তোলেন দিঘী।

সেই সেলফি নিজের ফেসবুকে পোস্টও করেছেন এই ঢালিউড অভিনেত্রী।

এছাড়া মিমি চক্রবর্তীও তার ভেরিফাইড ফেসবুক পেজে ঢাকায় চেক ইন দিয়ে রোববার কয়েকটি ছবি পোস্ট করেন।
 

বিয়েবাড়িতে নিজের সাজের ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।
 


ঢাকায় পৌঁছানোর আগে কলকাতা বিমানবন্দরে তোলা একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নুসরত।


যশ-নুসরতের সম্পর্ক সামনে আসতেই নাকি দুই বান্ধবীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। তবে একসঙ্গে বিয়ে বাড়িতে উপস্থিতি দুই বোনুয়ের প্রেম যে একই আছে, তার প্রমাণ দিচ্ছে।

তবে একসঙ্গে কোনও ছবি ভাগ করলেন না দুই অভিনেত্রী।

মিমি নুসরতের পাশাপাশি সানি লিওনের সঙ্গে ফেসবুকে একটি সেলফিও পোস্ট করেছেন দিঘী। ওই অনুষ্ঠানে সানি লিওনের সঙ্গে দিঘী নেচেছেন বলেও জানা গেছে।