Advertisement
বাংলাদেশ

Tangia Zaman Methila: বাংলাদেশি মডেল মিথিলা কেন বিকিনি পরেছেন? ট্রোলিংয়ের মোক্ষম জবাব দিলেন

Tangia Zaman Methila
  • 1/10

তানজিয়া জামান মিথিলা। বাংলাদেশের নয়া হার্টথ্রব। সোশ্যাল মিডিয়া জুড়ে ছেয়ে গিয়েছে তাঁর বিকিনি লুকের বোল্ড অবতারের ছবি। ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগীতায় বাংলাদেশের এই প্রতিনিধির সৌন্দর্যে ফিদা সকলেই। কিন্তু তাঁকে নিয়েই চূড়ান্ত ট্রোল চলছে নেটপাড়ায়। যার সপাট জবাবও দিয়েছেন বাংলাদেশের এই মডেল। 

Tangia Zaman Methila
  • 2/10

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগীতা মিস ইউনিভার্স। এর ৭৪তম বর্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশি মডেল  তানজিয়া জামান মিথিলা। 
 

Tangia Zaman Methila
  • 3/10

দেশের জাতীয় পতাকা নিয়ে থাইল্যান্ডে মিস ইউনিভার্স খেতাবের লড়াইয়ে পৌঁছে গিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সেই প্রতিযোগীতার পর্ব শেষ হয়েছে অক্টোবরে। কিন্তু তারপরও মিথিলাকে নিয়ে ট্রোলিং কমেনি। 

Advertisement
Tangia Zaman Methila
  • 4/10

মিস ইউনিভার্সের বিকিনি রাউন্ডে স্বল্পবসনা মিথিলাকে দেখার পর থেকেই ট্রেলিং শুরু হয় নেটপাড়ায়। কখনও সবুজ তো আবার কখনও নীল সার্টিনের বিকিনিতে বোল্ড অবতারে ধরা দেন মিথিলা। যা নিয়ে কিছু গোড়া মানসিকতার বাংলাদেশিরা তুমুল ভর্ৎসনা করেছেন। 

Tangia Zaman Methila
  • 5/10

তবে সপাট জবাব দিয়েছেন মিথিলা। তিনি বলেন, 'যারা আমায় নিয়ে বিদ্রূপ করেছেন আমি তাদের পাত্তাও দিই না। অন্য দেশের প্রতিযোগীদের মতো আমিও সর্বশক্তি দিয়ে শৃঙ্খলা মেনে নিজেকে তৈরি করেছি।'

Tangia Zaman Methila
  • 6/10

তবে মিথিলা মনে করছেন, তাঁর নিজের দেশের অধিকাংশ মানুষই তাঁকে সমর্থন করেছেন। এই স্বীকৃতিতে তিনি অত্যন্ত খুশি।  তানজিয়া জামান মিথিলার বক্তব্য, 'নিজের দেশের মানুষ আমার প্রশংসা করেছেন। নিজের দেশের মানুষ এই পরিশ্রমের স্বীকৃতি না দিলে খারাপ লাগত।'

Tangia Zaman Methila
  • 7/10

বিকিনি না পড়লে তাঁর পক্ষে জেতা সম্ভব হত না। এমনটাই মনে করছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। তিনি বলেন, 'আমি আর কত বার বলব যে আমি এই পোশাক না পরলে বিজয়ী হতে পারতাম না। বিকিনি রাউন্ডের জন্য এই পোশাক আমাকে পরতেই হত।'
 

Advertisement
Tangia Zaman Methila
  • 8/10

১৯ নভেম্বর পর্যন্ত চলেছে মিস ইউনিভার্সের ভোটিং পর্ব। মিথিলা যদি বাংলাদেশের হয়ে মিস ইউনিভার্স খেতাব জিততে পারেন, তবে তা হবে এক ঐতিহাসিক সাফল্য। 

Tangia Zaman Methila
  • 9/10

ভোটযুদ্ধ যখন তুঙ্গে তখন মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলা থাইল্যান্ড থেকে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য। তিনি বলেন, 'একটা এত বড় দেশ, এত বড় দেশ থেকে যদি একজন ভাল প্রতিযোগী যদি চেষ্টা করেন, এত কষ্ট, এত নিয়মানুবর্তিতা, এত এফোর্ট, এত এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে ন্যূনতম প্রশংসা না পায়, তাহলে তো এটা খুবই কষ্টের।'

Tangia Zaman Methila
  • 10/10

মিস ইউনিভার্সের মঞ্চে জামদানি শাড়ি ও শাপলা প্রতীক দিয়ে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরেও প্রশংসিত হয়েছেন মডেল মিথিলা। ডিজাইনার আফ্রিনা সাদিয়ার হাতে তৈরি ওই শাড়িতে চমৎকার দেখিয়েছে মিথিলাকে। পিপলস চয়েসে সেরার তালিকায় রয়েছেন মিস ইউনিভার্সের বাংলাদেশি এই প্রতিনিথি মিথিলা। 

Advertisement