Hindu man killed Bangladesh: বাংলাদেশে আবারও হিন্দু যুবক খুন, পেট্রোলের দাম নিয়ে বচসার জেরে

বাংলাদেশে ফের হিন্দু হত্যা। পেট্রোলের টাকা নিয়ে বচসার জেরে এক হিন্দু যুবককে গাড়ি চাপা দিয়ে খুন। ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের রাজবাড়ি জেলার সদর উপজেলা অঞ্চলে। 

Advertisement
বাংলাদেশে আবারও হিন্দু যুবক খুন, পেট্রোলের দাম নিয়ে বচসার জেরেবাংলাদেশে হিন্দু হত্যা
হাইলাইটস
  • বাংলাদেশে ফের হিন্দু হত্যা
  • পেট্রোলের টাকা নিয়ে বচসার জেরে এক হিন্দু যুবককে গাড়ি চাপা দিয়ে খুন
  • ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের রাজবাড়ি জেলার সদর উপজেলা অঞ্চলে

বাংলাদেশে ফের হিন্দু হত্যা। পেট্রোলের টাকা নিয়ে বচসার জেরে এক হিন্দু যুবককে গাড়ি চাপা দিয়ে খুন। ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের রাজবাড়ি জেলার সদর উপজেলা অঞ্চলে। 

কী জানা যাচ্ছে? 
বছর ৩০ এর মৃত এই হিন্দু যুবকের নাম রিপন সাহা। তিনি একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। আর সেই পেট্রোল পাম্পেই বচসার শুরু। সেখানে তেল ভরাতে আসে প্রাক্তন বিএনপি ও যুব নেতা আবুল হাশেম। নিজের ল্যান্ড ক্রুজার গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরে হাশেম। তারপর টাকা না দিয়ে পালাতে যায় বলে অভিযোগ। আর এমন পরিস্থিতিতে রিপন দাস তাকে আটকানোর জন্য দৌড়ন।

এই সময় আবুল হাশেম ও তার গাড়ির চালক রিপনকে চাপা দিয়ে গাড়ি নিয়ে চলে যায় বলে জানা যাচ্ছে। আর এই ঘটনায় প্রথমে গুরুতরভাবে আহত হন রিপন। তারপর তাঁর মৃত্যু হয়। 

পুলিশ কী করছে? 
এই ঘটনা জানার পরই পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই গ্রেফতারির পরও খুব একটা আশার আলো দেখছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বাংলাদেশ এখন সংখ্যালঘু নির্যাতনের চরম উচ্চতায় পৌঁছে গিয়েছে। বড় কোনও ব্যবস্থা না নিলে এই অবস্থা পরিবর্তন সম্ভব নয়।

বাংলাদেশে হিন্দু মৃত্যু চলছেই
দীপু দাসকে হত্যা করে হিন্দু নিধনের নতুন ধারা শুরু হয়েছিল বাংলাদেশে। এই যুবককে মারধোর করে প্রকাশ্যে আগুন লাগিয়ে হত্যা করা হয়। আর সেই ধারা এখনও থামার নাম নেই। এই তো চলতি বছরের ৭ জানুয়ারি ভান্ডারপুর গ্রামের ২৫ বছর বয়সী হিন্দু যুবক মিঠুন সরকার উত্তেজিত জনতার ভয়ে খালে ঝাঁপ দেন। এরপর তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ওই একই দিনে ৪০ বছর বয়সী এক মুদি দোকানদারকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয় বলে অভিযোগ। 

এছাড়া ৩ জানুয়ারি আবার খোকন চন্দ্র দাসের উপর হয় নির্মম অত্যাচার। তাঁকে প্রথমে মারধর করা হয়। তারপর জীবন্ত অবস্থায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনিও মারা যান। এর আগে ২৪ ডিসেম্বর রাজবাড়ির পাংশা উপজেলায় অমৃত মণ্ডলকে পিটিয়ে মারা হয়। 

Advertisement

ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। শুরু হয়েছে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার। সংখ্যালঘু হিন্দুদের বাড়ি, ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। মারধর চলছে। সামনে আসছে খুনের ঘটনা। 

ভারত সরকার হিন্দু মৃত্যু নিয়ে নিজেদের আশঙ্কার কথা জানিয়েছে। তবে তাতে কান দিচ্ছে না মহম্মদ ইউনূসের সরকার। এখন দেখার পরিস্থিতি কবে বদলায়।

 

POST A COMMENT
Advertisement