Jaya Ahsan: যখন কলকাতা এয়ারপোর্টে কাস্টমস ধরেছিল জয়া আহসানকে? বাঁচিয়ে ছিল 'বারুইপুরের পেয়ারা'

Jaya Ahsan: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর অভিনয় প্রশংসা পেয়ে এসেছে সব সময়ই। বাংলায় একের পর এক সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী। সম্প্রতি জানিয়েছেন নিজের সম্পর্কের কথাও। তবে কার সঙ্গে সম্পর্কে আছেন, সে বিষয়ে কিছুই জানা যায়নি। মাঝে মাঝেই জয়ার ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেঁড়া হয়ে থাকে।

Advertisement
যখন কলকাতা এয়ারপোর্টে কাস্টমস ধরেছিল জয়া আহসানকে? বাঁচিয়ে ছিল 'বারুইপুরের পেয়ারা'জয়া আহসান
হাইলাইটস
  • দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর অভিনয় প্রশংসা পেয়ে এসেছে সব সময়ই। বাংলায় একের পর এক সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী। সম্প্রতি জানিয়েছেন নিজের সম্পর্কের কথাও। তবে কার সঙ্গে সম্পর্কে আছেন, সে বিষয়ে কিছুই জানা যায়নি। মাঝে মাঝেই জয়ার ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেঁড়া হয়ে থাকে। যদিও এইসব নিয়ে ভাবনা চিন্তা করতে একেবারেই পছন্দ করেন না নায়িকা। কিছুমাস আগেই কলকাতা বিমানবন্দরে অধিবাসন দপ্তর আটক করে বাংলাদেশী নায়িকাকে। তারপর কী হল?

সম্প্রতি 'সোল কানেকশন' নামের এক পডকাস্টে এসে জয়া আহসান জানিয়েছেন বিমানবন্দরে ঘটা সেই ঘটনার কথা। জয়া বলেন, 'প্রকৃতির কাছাকাছি থাকতে আমার ভাল লাগে, চাষবাস করতেও ভাল লাগে। আমি কিন্তু আগে চাষী তারপরে অভিনেতা। বাড়ির চাল বাদে সবকিছু আমি নিজে ফলাই।' ঢাকাই নায়িকা বলেন যে এটা এখন আর তাঁর প্যাশন নয়, পেশা হিসাবেই নেবেন ভাবছেন। সম্প্রতি জয়া নিজের হাতে তরমুজ, বেগুনি রঙের মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো ফলিয়েছেন। এরপরই নায়িকা আসল ঘটনা শোনাতে শুরু করেন। 

জয়া বলেন, 'আমি যখনই দেশ-বিদেশে ঘুরি বা যখনই যাই, লোকে তো শপিং করে আনে ব্যাগভর্তি করে, আমার ব্যাগ খুললে শুধু গাছ পাবে। চুরি করে হলেও আমি গাছ আনি। জয়া আহসান আরও বলেন, আমি কলকাতা থেকে একটা পেয়ারা গাছ নিয়ে যাচ্ছি, লাগেজ খালি। বেশ বড় পেয়ারা গাছ, সেটাকে পেঁচিয়ে, মাটি দিয়ে, লাগেজের ভেতর কম্বল, বালিশ চাপা দিয়ে শুধু একটা পেয়ারা গাছ। আমি বুঝতে পারছি না। পরে আমাকে কলকাতা বিমানবন্দরে কাস্টমস অফিসাররা ধরল। ধরে আমার দিকে তাকিয়ে হাসছে, বলছে আপনাদের দেশে কি পেয়ারা গাছ নেই? মাটিসহ নিয়ে যাচ্ছি, ফলন্ত পেয়ারা গাছ। আমি বললাম পেয়ারা গাছ আছে, কিন্তু বারুইপুরের পেয়ারা গাছ নেই।'  

জয়া তাঁর বাড়িতেই নানান ধরনের সবজি, ফল এইসব ফলিয়ে থাকেন, তা একাধিক পোস্টের মাধ্যমে সকলেই জানেন। মাঝে মধ্যেই তিনি তাঁর সবজি বাগানের ছবি-ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। নিজের খামার বাড়িতে ফুলকপি থেকে শালগম, সবটাই ফলান নায়িকা। জয়া অভিনয়ের পাশাপাশি কৃষিকাজেও যে নিপুণা, তা অস্বীকার করার কোনও কারণ নেই। নিজের খামার বাড়িতে ফলানো শাক-সবজির যত্ন, তা কাস্তে দিয়ে কেটে তোলা, সবটাই একা হাতে করে থাকেন নায়িকা। সময় পেলেই পোষ্যদের নিয়ে খামার বাড়িতে চলে যান জয়া। সময় কাটান সেখানে। কারণ জয়া বরাবরই প্রকৃতিতে থাকতে ভালোবাসেন।  

Advertisement

POST A COMMENT
Advertisement