এর আগে একাধিকবার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত। এবার হাসিনা, তাঁর বোন রেহেনা, ব্রিটিশ সাংসদ রিজওয়ানা-সহ মোট ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ঢাকা মেট্রোপলিটন আদালত।
রবিবার ঢাকার অ্যান্টি কোরাপশন কমিশনের তরফে তিনটি চার্জশিট পেশ করা হয়। তারপরই এই নির্দেশ দেন বিচারক জাকির হুসেন। ঢাকা ট্রিবিউন সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে।
গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত জানিয়েছে, গ্রেফতারি সংক্রান্ত সমস্ত রিপোর্ট ২৭ এপ্রিলের মধ্যে জমা করতে হবে। তবে আদালতে ইতিমধ্যেই জানানো হয়েছে, অভিযুক্তরা পলাতক।
বাংলাদেশের সংবাদপত্র 'প্রথম আলো' জানিয়েছে, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিনটি মামলায় ৫৩ জনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দেয় অ্যান্টি কোরাপশন কমিশন। আজ ওই অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। অভিযুক্তরা পলাতক থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়।
গত ১০ এপ্রিল এই আদালতই প্লট দুর্নীতি মামলায় হাসিনা,তাঁর মেয়ে সাইমা ওয়ায়জেদ পুতুল-সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে ও থানায় তিন শতাধিক মামলা হয়েছে। সেই সব মামলার কোনও কোনওটার শুনানি শুরু হয়েছে। নানা মামলায় হাসিনার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা।
গত বছরের ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। সেই থেকে বাংলাদেশের সরকার চালাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। সেই দেশে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার দাবি জানিয়েছেন অনেকে। তবে ভোট কবে হবে তা এখনও ঠিক হয়নি।