ভূমিকম্পে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬০০ ছাড়িয়েছে

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্রা ছিল পাঁচ দশমিক সাত। তবে শুধু বাংলাদেশ নয়, কলকাতা-সহ প্রায় গোটা পশ্চিমবঙ্গে কম্পন অনুভূত হয়।

Advertisement
ভূমিকম্পে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬০০ ছাড়িয়েছেভূমিকম্পে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬০০ ছাড়িয়েছে
হাইলাইটস
  • শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে
  • মাত্রা ছিল পাঁচ দশমিক সাত

ভূমিকম্পের কারণে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১০। রাজধানী ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জের শহরতলিতে ১ জনের মৃত্যু হয়েছে। ৬০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে গাজীপুর জেলায় ২৫২ জন আহত হয়েছেন। প্রথম আলো জানিয়েছে, আহতদের ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৪ জন, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ৯৯ জন, গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯০, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫৫, গাজীপুরের টঙ্গীর শহিদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৮৫ জন, নরসিংদী জেলা হাসপাতালে ৪৫, নরসিংদীর ১০০ শয্যার হাসপাতালে ১০ জন ও কুমিল্লার দুটি হাসপাতালে ৮০ জনকে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্রা ছিল পাঁচ দশমিক সাত। তবে শুধু বাংলাদেশ নয়, কলকাতা-সহ প্রায় গোটা পশ্চিমবঙ্গে কম্পন অনুভূত হয়। কলকাতায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ বহুতল থেকে নীচে নেমে আসেন।  ২০১৫ সালের এপ্রিলে কেঁপে উঠেছিল কলকাতার মাটি। সেবার কম্পনের উৎসস্থল ছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। একাধিক বাড়িতে ফাটল ধরেছিল কলকাতায়।

এবার ভূমিকম্পের উৎসস্থল হল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কারণে বাংলাদেশে অনেক বাড়ি ভেঙে পড়েছে। মেট্রো স্টেশনে ফাটল ধরেছে। বেশ কয়েকটি স্থানে আগুনও লেগে যায়। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বা দুর্ঘটনার শিকার হয়ে ঢাকায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে ঢাকা জেলা প্রশাসন। আহত ব্যক্তিদের প্রত্যেককে সর্বোচ্চ ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

POST A COMMENT
Advertisement