Atif Aslam: পাক গায়ক আতিফের বাংলাদেশ ইভেন্ট বাতিল, হঠাত্‍ কী ঘটল?

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন আতিফ আসলাম। বাংলাদেশের ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, 'প্রিয় বাংলাদেশি ভক্তরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্টে আমরা পারফর্ম করছি না। আয়োজক ও ব্যবস্থাপনা পক্ষ প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিকসের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারেননি।'

Advertisement
পাক গায়ক আতিফের বাংলাদেশ ইভেন্ট বাতিল, হঠাত্‍ কী ঘটল?
হাইলাইটস
  • নিরাপত্তা জনিত কারণে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ঢাকার কনসার্ট।
  • গত এক মাসে ঢাকায় একের পর এক কনসার্ট স্থগিত হয়েছে।

নিরাপত্তা জনিত কারণে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ঢাকার কনসার্ট। গত এক মাসে ঢাকায় একের পর এক কনসার্ট স্থগিত হয়েছে। আজমত আলি, অনুব জৈন, পাকিস্তানের জাল ব্যান্ড থেকে শুরু করে কাবিশ, সকলেরই অনুষ্ঠানই পিছিয়েছে। এই পরিস্থিতিতেই ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফের বড় আয়োজনের প্রস্তুতি চলছিল। আয়োজকেরাও জানিয়েছিলেন, অনুমতি থেকে শুরু করে প্রস্তুতির প্রায় সবটাই শেষ। কিন্তু শেষ মুহূর্তে জটিলতা তৈরি হয়। নিরাপত্তাজনিত ছাড়পত্র না মেলায় বাতিল হয়ে যায় অনুষ্ঠানটি।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন আতিফ আসলাম। বাংলাদেশের ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, 'প্রিয় বাংলাদেশি ভক্তরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্টে আমরা পারফর্ম করছি না। আয়োজক ও ব্যবস্থাপনা পক্ষ প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিকসের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারেননি।'

‘মেইন স্টেজ ইনক’ ছিল অনুষ্ঠানের মূল আয়োজক, আর সহ-আয়োজক ছিল ‘স্পিরিট অব জুলাই’। তবে কনসার্ট বাতিলের বিষয়ে এখনও তারা কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারেই (CBFEC) কনসার্ট হওয়ার কথা ছিল। আয়োজনের আয় থেকে ৪০ শতাংশ দেওয়ার কথা জানানো হয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে। যা জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় ব্যয় করার পরিকল্পনা ছিল।

আতিফ আসলাম ছাড়াও এই কনসার্টে পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও প্রযোজক ফুয়াদ, নেমেসিস ব্যান্ডসহ আরও বেশ কয়েকজন শিল্পীর। কনসার্ট বাতিল হওয়ায় হতাশ ভক্তরা। 

 

POST A COMMENT
Advertisement