Sheikh Hasina বাংলাদেশ সরকার বা আদালত যদি বাধা না দেয় তাহলে আওয়ামি লিগের ভোটে লড়তে কোনও বাধা নেই। আওয়ামি লিগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষ্যে ভোটার তালিকা সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন। সেই কর্মসূচির সুবাদে চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন নাসিরউদ্দিন। সেখানেই তিনি জানান, সাধারণভাবে কোনও বাধার মুখে না পড়লে আওয়ামি লিগের ভোটে লড়তে পারে।
প্রসঙ্গত, মঙ্গলবার 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' প্রকাশিত হবে বাংলাদেশে। সেই ঘোষণাপত্রে আওয়ামি লিগকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করার ঘোষণা দেওয়া হবে। এই ঘোষণা করতে চলেছে ছাত্রনেতারা। তার আগে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কবে ত্রয়োদশ নির্বাচন হবে তা কমিশনের তরফে এখনও জানানো না হলেও বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশ সেখানকার প্রধান মহম্মদ ইউনূস তার ইঙ্গিত দিয়েছেন। আগামী দেড় বছরের মধ্যে ভোট হতে পারে। এই পরিস্থিতিতে এএমএম নাসিরউদ্দিন জানান, ভোটার তালিকার সংশোধনের কাজ দ্রুত শুরু হবে। কেউ অবৈধভাবে ভোটার হতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে বাংলাদেশে এর আগের ভোট শান্তিপূর্ণভাবে হয়নি সেই ইঙ্গিত দিয়েছেন এএমএম নাসিরউদ্দিন। তিনি সাফ জানান, এবার থেকে ভোট শান্তিপূর্ণভাবে করানোর চেষ্টা করা হবে। আওয়ামি লিগ একটি রেজিস্ট্রার্ড দল। সেই কারণে তাদের নির্বাচনে অংশগ্রহণ না করার কোনও কারণ নেই। তবে কোর্ট ও বর্তমান সরকার যদি তাতে বাধা দেয়, তাহলে শেখ হাসিনার দল ভোটে লড়তেই পারবে না।