ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে সরলেন 'বঙ্গবন্ধু', নতুন কী নাম রাখা হল?

এবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদল করা হল। নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ নিশ্চিত করেছে যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম করা হয়েছে। অর্থাৎ আখেরে মুছে ফেলা হল মুজিবুর রহমানের নাম।

Advertisement
ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে সরলেন 'বঙ্গবন্ধু', নতুন কী নাম রাখা হল?ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে সরল 'বঙ্গবন্ধু' নাম, নতুন কী রাখা হল?
হাইলাইটস
  • ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামটি তৈরি করা হয়
  • ১৯৯৮ সালে স্টেডিয়ামের নাম বদলে করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

এবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদল করা হল। নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ নিশ্চিত করেছে যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম করা হয়েছে। অর্থাৎ আখেরে মুছে ফেলা হল মুজিবুর রহমানের নাম। এর আগে দেশের ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে।

১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামটি তৈরি করা হয়। প্রথমে নাম ছিল ঢাকা স্টেডিয়াম। খেলার অনেক আসর এই স্টেডিয়ামে হয়েছে। ক্রিকেট, ফুটবল ছাড়াও নানা খেলার আয়োজন করা হয়েছে। ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই খেলা হয়েছিল। দুই টেস্টের সিরিজ়ে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামের নাম বদলে করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এখন অবশ্য এই স্টেডিয়ামে ফুটবল ও অ্যাথলেটিক্স হয়। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মাঠ এটি।

বাংলাদেশের অনেক স্টেডিয়ামের নামের সঙ্গে শেখ হাসিনার পরিবারের সদস্যদের নাম ছিল। মহম্দ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এসব স্টেডিয়াম থেকে হাসিনার পরিবারের সঙ্গে কোনও ধরনের সম্পর্ক বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্প্রতি উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। এবার ঢাকার ঐতিহাসিক স্টেডিয়ামটিও নতুন নামে পরিচিত হবে।

POST A COMMENT
Advertisement