Bangladesh Student Protest: 'হাসিনাকে ফেরাতে চাইছে', সেনার বিরুদ্ধে বিক্ষোভ ছাত্রনেতাদের, তটস্থ বাংলাদেশ

রাজনৈতিক ব্যাপারে নাক গলাচ্ছে সেনা, দাবি ছাত্রনেতাদের। নতুন করে অস্থিরতা দানা বাঁধছে বাংলাদেশে। শনিবার ঢাকার রাস্তায় সেনাবাহিনীর টহলও বাড়ল। সব মিলিয়ে পরিস্থিতি বেশ থমথমে। এ যেন ঝড়ের আগের শান্ত নিস্তব্ধতা। 

Advertisement
'হাসিনাকে ফেরাতে চাইছে', সেনার বিরুদ্ধে বিক্ষোভ ছাত্রনেতাদের, তটস্থ বাংলাদেশ

রাজনৈতিক ব্যাপারে নাক গলাচ্ছে সেনা, দাবি ছাত্রনেতাদের। নতুন করে অস্থিরতা দানা বাঁধছে বাংলাদেশে। শনিবার ঢাকার রাস্তায় সেনাবাহিনীর টহলও বাড়ল। সব মিলিয়ে পরিস্থিতি বেশ থমথমে। এ যেন ঝড়ের আগের শান্ত নিস্তব্ধতা। সদ্য গঠিত ছাত্র-নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (NCP) সেনাবাহিনীর বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদিন এনসিপি সদস্যরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, সেনার মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চক্রান্ত চলছে। গত বছর জুলাই-অগস্টের ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারের পতন হয়। এখন আবার তাদেরই ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি এনসিপি নেতাদের। তারা বলছেন, সেনার এই রাজনৈতিক ভূমিকা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

সেনা-হস্তক্ষেপের বিরোধিতায় এনসিপি
এক সাংবাদিক বৈঠকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যাঁদের ক্যান্টনমেন্টের ভেতরে থাকার কথা, তাঁদের সেখানেই থাকা উচিত। বিপ্লব পরবর্তী বাংলাদেশে সেনার রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।’

এদিন এনসিপি সদস্যরা সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের বিরুদ্ধে স্লোগান দেন। তাঁরা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং তাঁর ঘনিষ্ঠদের অপরাধের জন্য ফাঁসি দেওয়ার দাবিও তোলেন।

সেনার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ
দুই দিন আগে এক ফেসবুক পোস্টে এনসিপি নেতা হাসনাত লেখেন, ‘ভারতের নির্দেশে সংশোধিত আওয়ামী লীগকে পুনর্বাসন দেওয়ার চক্রান্ত চলছে।’ তিনি আরও দাবি করেন, গত ১১ মার্চ সেনার পক্ষ থেকে তাঁকে এবং দুই এনসিপি নেতাকে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের জন্য আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয়।

ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার
পূর্বে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ‘Students Against Discrimination (SAD)’ সংগঠনের অন্যতম নেতা ছিলেন হাসনাত। সেই আন্দোলনেই শেখ হাসিনার সরকারের পতন হয় এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।

ইউনুস তিন SAD নেতাকে মন্ত্রিসভায় নিয়োগ করেন। তবে সম্প্রতি SAD নেতা নাহিদ ইসলাম ইউনুসের মন্ত্রিসভা ছেড়ে দিয়ে এনসিপি গঠন করেন।

সেনার অসন্তোষ
SAD নেতা আসিফ মাহমুদ এক ভিডিও পোস্টে দাবি করেন, সেনাবাহিনী ইউনুসের নেতৃত্ব মেনে নিতে নারাজ ছিল। তিনি বলেন, আওয়ামী লীগ পতনের পর বঙ্গভবনে SAD নেতাদের সঙ্গে চার ঘণ্টার আলোচনায় সেনাপ্রধান অনিচ্ছাসত্ত্বেও ইউনুসের নেতৃত্ব মেনে নেন।

Advertisement

বাংলাদেশ ছেড়ে ভারতে হাসিনা
শেখ হাসিনা ২০২৩ সালের ৫ অগস্ট দেশ ছাড়েন। তিনি বর্তমানে ভারতে রয়েছেন। আওয়ামী লীগের বেশিরভাগ শীর্ষ নেতা গ্রেফতার হয়েছেন বা পলাতক। তাঁদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

সেনার বিরুদ্ধে সরব এনসিপি
শনিবার একটি ইফতার পার্টিতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘সেনা বা কোনও সরকারি সংস্থার রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলির।’

তিনি আরও জানান, ‘আমরা কোনওভাবেই আরেকটি ১/১১ সরকার হতে দেব না।’ ২০০৭-২০০৮ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে ‘১/১১ সরকার’ বলা হত।

POST A COMMENT
Advertisement