
Bangladesh Strike: বাংলাদেশের রাজনীতিতে আজ আবার তীব্র উত্তেজনা। অবৈধভাবে গঠিত আইসিটি ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করেছে, তা ঘিরে সরব আওয়ামী লীগ। অভিযোগ, দেশের আইনকানুনকে উপেক্ষা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ কয়েকজনের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দাবি, পুরো বিচারপ্রক্রিয়াই ছিল প্রহসন; এটি ছিল পূর্বপরিকল্পিত, প্রতিশোধের রাজনীতি। যুদ্ধাপরাধীদের বিচারের জেরে ক্ষুব্ধ একাংশের ষড়যন্ত্রেই এমন রায় জারি হয়েছে বলে তাদের অভিযোগ।
দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, এই রায়ের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও স্বাধীনতা-বিরোধী শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। যে বাংলাদেশের স্বপ্ন মুক্তিযুদ্ধ দেখিয়েছিল, সেই দেশকে দুর্বল করতেই এই সিদ্ধান্ত বলে অভিযোগ তুলেছে আওয়ামী লীগ। দল স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলার মানুষ এই রায় মানবে না, আমরাও তা প্রত্যাখ্যান করছি।
রায় ঘোষণার পরেই জাতীয় স্তরে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ১৮ নভেম্বর ডাকা হয়েছে সারা দেশে সর্বাত্মক ধর্মঘট। তার পরের তিন দিন ১৯, ২০ ও ২১ নভেম্বর। সারা দেশে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি পালনের কথা জানিয়েছে দল।
আওয়ামী লীগের বক্তব্য, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিতে অবৈধ ক্ষমতা কায়েম করা একদল অপশক্তির চক্রান্তের ফল এই রায়। তারা আরও জানিয়েছে, দেশের জনগণকে সঙ্গে নিয়ে এই রায়ের বিরুদ্ধে রাজনৈতিক ও গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাওয়া হবে।