Bangladesh: হঠাত্‍ ইউনূসকে কেন সেনা নিয়ে সতর্ক করছে BNP? 'খেলা' চলছে ঢাকায়

সব রাজনৈতিক দলের একটি এমার্জেন্সি মিটিংয়ে বিএনপি-র স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে সরাসরি বলেন, 'আমরা চাই, সেনা বাহিনীর সঙ্গে আপনারা ভাল সম্পর্ক বজায় রাখুন। বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতেই হবে। আমরা এমন কিছু ঝুঁকি যাতে না নিই, যা আমরা সামলাতে পারব না।' 

Advertisement
হঠাত্‍ ইউনূসকে কেন সেনা নিয়ে সতর্ক করছে BNP? 'খেলা' চলছে ঢাকায়বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি
হাইলাইটস
  • কেন হঠাত্‍ সেনা নিয়ে ইউনূসকে সতর্ক করল বিএনপি?
  • ঢাকায় অস্থায়ী কারাগার ঘিরে বিতর্ক
  • ইউনূসের ফন্দির সঙ্গে যুঝে চলেছে বিএনপি 

বাংলাদেশে ভোট যত এগিয়ে আসছে, ততই যেন ধোঁয়াশা তৈরি হচ্ছে, ভোটের ভবিষ্যত্‍ ঘিরে। আগামী বছর অর্থাত্‍ ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন হয়, তাহলে হাতে বেশি সময় নেই। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে খালেদা জিয়ার দল BNP। আর এই আশঙ্কা মূলত সেনা বাহিনীকে ঘিরে। বিএনপি এবার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করল, সেনা বাহিনীর সঙ্গে যেন কোনও রকম সংঘাতে না যায়। মোদ্দা বিষয়, সেনাকে যেন উস্কানি দেওয়া না হয়। সেনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এখন প্রশ্ন হল, হঠাত্‍ সেনা বাহিনীকে নিয়ে উদ্বেগে খালেদা জিয়ার দল। একই সঙ্গে প্রশ্ন উঠছে, ইউনূসের অন্তর্বর্তী সরকারকে কেন এই ধরনের সতর্কবার্তা দিল বিএনপি।  

সব রাজনৈতিক দলের একটি এমার্জেন্সি মিটিংয়ে বিএনপি-র স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে সরাসরি বলেন, 'আমরা চাই, সেনা বাহিনীর সঙ্গে আপনারা ভাল সম্পর্ক বজায় রাখুন। বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতেই হবে। আমরা এমন কিছু ঝুঁকি যাতে না নিই, যা আমরা সামলাতে পারব না।' 

কেন হঠাত্‍ সেনা নিয়ে ইউনূসকে সতর্ক করল বিএনপি?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সতর্কতার মূল কারণ, সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৬ জন কর্মরত সেনা অফিসার ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তারা আগের সরকারের সময়ে রাজনৈতিক বিরোধীদের অপহরণ ও নির্যাতনে যুক্ত ছিলেন বলে অভিযোগ। সেনাবাহিনী তৎক্ষণাৎ ১৫ জন অফিসারকে সামরিক হেফাজতে নেয়, কিন্তু জানিয়েছে,তারা আনুষ্ঠানিক ভাবে কোনও পরোয়ানার কপি পায়নি। ফলে এখন প্রশ্ন উঠছে, এই অফিসারদের বিচার সিভিল আদালতে, নাকি সেনা আদালতে হবে?  

বিএনপি-র আশঙ্কা, সেনা বাহিনী ও অন্তর্বর্তী সরকারের সংঘাত তৈরি হলে তার সুবিধা নিতে পারে শেখ হাসিনার দল আওয়ামী লিগ। ওই সুযোগকে কাজে লাগিয়ে তারা রাজনৈতিক জমি তৈরি করা শুরু করে দেবে।  সালাহউদ্দিনের কথায়, 'বাস্তব পরিস্থিতি বুঝে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।'

Advertisement

ঢাকায় অস্থায়ী কারাগার ঘিরে বিতর্ক

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সরকারি আইনজীবী তাজুল ইসলাম টানা দুই দিন ধরে ওই অফিসারদের আদালতে হাজির করার দাবি জানান। তবে সেনাবাহিনী এখনও পর্যন্ত সেই নির্দেশকে কার্যত উপেক্ষাই করেছে। যার নির্যাস, বকলমে ইউনূস সরকারকেই পাত্তা দিচ্ছে না। ফলে একটি সংঘাতের আবহ তৈরি হয়েছে। অন্যদিকে, ইউনূস সরকার ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ভেতরে একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে। কেন হঠাত্‍ ওই কারাগার ঘোষণা করা হল, তার কোনও স্পষ্ট উত্তর নেই। এ ঘটনা ঘিরেই গোটা বাংলাদেশে সেনা অফিসারদের বিচার নিয়ে এক ধরনের অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। 

বাংলাদেশ সেনার মেজর জেনারেল মহম্মদ হাকিমুজ্জামান গত শনিবার একটি সাংবাদিক বৈঠকে দাবি করেন, ১৬ জন অফিসারকে সেনা হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে বলা হয়েছিল। তার মধ্যে ১৫ জন সাড়া দিয়েছেন। তাঁদের আপাতত সেনা হেফাজতে রাখা হয়েছে। বাকি একজন গা ঢাকা দিয়েছেন। তিনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মেজর জেনারেল হিসেবে কাজ করেছেন। তিনি যাতে বিদেশে পালাতে না পারেন, তার জন্য সব পদক্ষেপ করা হচ্ছে। 

ইউনূসের ফন্দির সঙ্গে যুঝে চলেছে বিএনপি 

কিছুদিন আগে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের একটি সাক্ষাত্‍কার ঘিরে জোরাল বিতর্ক তৈরি হয়। শেখ হাসিনার দল আওয়ামী লিগ সম্পর্কে ইউনূস জানান, আওয়ামী লিগ বাংলাদেশে নিষিদ্ধ নয়। শুধু তাদের কার্যকলাপ কিছু সময়ের জন্য বন্ধ করা রয়েছে। আওয়ামী লিগের অনেক সমর্থক রয়েছে। বিএনপি-র একাংশের দাবি, ইউনূস আসলে ভোট বানচালের সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারণ তিনি বুঝে গিয়েছেন, তাঁর আশীর্বাদধন্য বৈষম্যবিরোধী ছাত্রদের দল ন্যাশনাল সিটিজেন পার্টির জনপ্রিয়তা নেই। তাই বিএনপিকে বিপাকে ফেলতে বিভিন্ন রকম ছলাকলার আশ্রয় নিচ্ছেন ইউনূস।

ইউনূসের ফন্দি বুঝে গিয়েছে বিএনপি। তাই সেনার বিষয়টিতেও আগেভাগেই সতর্ক করে রাখা, ইউনূসের কৌশলের পাল্টা কৌশল বলেই মনে করা হচ্ছে। 

POST A COMMENT
Advertisement