Pori Moni: পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এবার কী করলেন বাংলাদেশি নায়িকা?

Pori Moni: আবারও বিপাকে পড়লেন বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণি। গত কয়েক বছর বেশ ভালই ছিলেন অভিনেত্রী। ব্যক্তিগত সমস্যা ছাড়া আর সেভাবে কোনও ঝামেলায় জড়াননি তিনি। তবে এবার ফের আইনি ঝামেলায় জড়িয়ে পড়লেন ওপার বাংলার সুন্দরী নায়িকা।

Advertisement
পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এবার কী করলেন বাংলাদেশি নায়িকা?পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
হাইলাইটস
  • আবারও বিপাকে পড়লেন বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণি।

আবারও বিপাকে পড়লেন বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণি। গত কয়েক বছর বেশ ভালই ছিলেন অভিনেত্রী। ব্যক্তিগত সমস্যা ছাড়া আর সেভাবে কোনও ঝামেলায় জড়াননি তিনি। তবে এবার ফের আইনি ঝামেলায় জড়িয়ে পড়লেন ওপার বাংলার সুন্দরী নায়িকা। বাংলাদেশের পোর্টাল প্রথম আলোর খবর অনুযায়ী, পরীমণির বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। কিন্তু কেন?

প্রথম আলো সহ একাধিক বাংলাদেশের পোর্টালের খবর অনুযায়ী, মারধর ও হত্যাৎ হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমণির বিরুদ্ধে আদালতের কাছে অভিযোগ জানিয়েছেন। একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরীর বিরুদ্ধে এবার জারি হয়েথে গ্রেফতারি পরোয়ানা। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত রবিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জন রিফাত। তবে একা পরীমণি নন, তাঁর পোশাক শিল্পী বোগদাদী জিমির বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বোগদাদীর বিরুদ্ধেও।

পরীমণির আইনজীবী জানিয়েছেন যে নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকির মামলায় রবিবার অভিযোগ গঠন বিষয় শুনানির দিন ঠিক ছিল। পরীমনির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন। আদালত ওই আবেদন নাকচ করে পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। আর আদালতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন আদালত। এর আগেও গত বছরের ১৮ এপ্রিল নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পিবিআই-র দেওয়া তদন্তের রিপোর্ট পেশ করা হয় ঢাকার সিজেএম আদালতে। সেই সময়ই আদালতে হাজির হওয়ার জন্য পরীমণিকে সমন দেওয়া হয়েছিল। 

জানা গিয়েছে, ২০২২ সালের ১৮ জুলাই ঢাকা আদালতে পরীমণির বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। নায়িকার বিরুদ্ধে ওই ব্যবসায়ীর অভিযোগ, ২০২১ সালের ৮ জুন পরীমণি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে বাথরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে মদ্যপান করেন। রাত ১টা ১৫ মিনিট নাগাদ ক্লাব থেকে বেরানোর সময় পরীমণি তাঁকে ডেকে একটি মদের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় অভিনেত্রী তাঁকে গালিগালাজ করেন বলেও অভিযোগ। ব্যবসায়ীর দাবি,বচসা এমন পর্যায়ে পৌঁছায় যে, পরীমণি একটি কাচের গ্লাস ছুড়ে মারেন। তা গিয়ে লাগে নাসিরের মাথায় ও বুকে। এই ঘটনাকে হত্যার চেষ্টা হিসাবেই দেখছেন ব্যবসায়ী। অভিযোগ হয়েছে সেই মর্মেই। 

Advertisement

কিছু বছর আগেই পরীমণি মাদক মামলায় জড়িয়ে পড়েছিলেন, জেলও হয়েছিল তাঁর। প্রায় ২৭ দিন বাংলাদেশের কারাগারে ছিলেন তিনি। এরপর সেখান থেকে ছাড়া পেয়ে ধীরে ধীরে নিদের জীবনকে গোছাতে শুরু করেন পরী। বিয়েও করেন শরিফুল রাজকে। কিন্তু সন্তান হওয়ার পর পরই সেই সম্পর্কেও চিড় ধরে। শরিফুলের সঙ্গে ডিভোর্সের পর আপাতত ছেলে ও দত্তক মেয়েকে নিয়ে ভালই আছেন নায়িকা। কেরিয়ারেও মন দিচ্ছেন তিনি। ফেলুবক্সী ছবির মাধ্যমে টলিউডেও ডেবিউ করে ফেলেছেন ওপার বাংলার অভিনেত্রী। 

POST A COMMENT
Advertisement