Bangladesh Airforce Attack: রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজারে বিমানঘাঁটিতে হামলা, ১ মৃত্যু

বাংলাদেশের কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুষ্কৃতী অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।

Advertisement
 রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজারে বিমানঘাঁটিতে হামলা, ১ মৃত্যু বাংলাদেশের কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা

বাংলাদেশের  কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুষ্কৃতীরা।  সোমবার (২৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুষ্কৃতী অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। 

বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। সোমবার দুপুরে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর –আইএসপিআর এক সংক্ষিপ্ত বার্তায় বলেছে, “সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।”

কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটির কাছে এই সংঘর্ষের  অন্তত একজন গুলিতে নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে।  ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “আমি যতটুকু জেনেছি, সেখানে বিমান বাহিনীর গুলিতে একজন মারা গেছে, আরো একজন আহত হয়েছে।”

জানা যাচ্ছে, কক্সবাজার শহরে বিমানবন্দর সম্প্রসারণে জমি অধিগ্রহণের জন্য স্থানীয়দের উচ্ছেদের বিষয়কে কেন্দ্র করে বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।  সোমবার বাংলাদেশের সময় বেলা ১২টার দিকে কক্সবাজার পৌরসভার সমিতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিহাব কবির নাহিদ (৩০) একই এলাকার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সংঘর্ষের কারণ অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত বাংলাদেশের কক্সবাজারে একাধিক রোহিঙ্গা শরণার্থী শিবির রয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement