Bangladesh Election : ভোটে অংশ নিতে পারবে না হাসিনার আওয়ামি লিগ, জানিয়ে দিল বাংলাদেশ নির্বাচন কমিশন

২০২৪ সালের অগাস্ট মাসে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর সেই দেশের ক্ষমতা দখল করে মহম্মদ ইউনূসের অন্তর্বতীকালীন সরকার। তারপরই আওয়ামি লিগ ও সেই দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে প্রচুর মামলা হয়।

Advertisement
ভোটে অংশ নিতে পারবে না হাসিনার দল, জানিয়ে দিল বাংলাদেশ নির্বাচন কমিশন Bangladesh
হাইলাইটস
  • বাংলাদেশের ভোটে লড়তে পারবে না আওয়ামি লিগ
  • জানিয়ে দিল সেই দেশের নির্বাচন কমিশন

বাংলাদেশের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে শেখ হাসিনার আওয়ামি লিগ? সেই প্রশ্নের উত্তর মিলল। সেদেশের নির্বাচন কমিশন জানাল আওয়ামি লিগ ভোটে অংশগ্রহণ করতে পারবে না। সরকার নয়, নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

২০২৪ সালের অগাস্ট মাসে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর সেই দেশের ক্ষমতা দখল করে মহম্মদ ইউনূসের অন্তর্বতীকালীন সরকার। তারপরই আওয়ামি লিগ ও সেই দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে প্রচুর মামলা হয়। খোদ হাসিনার বিরুদ্ধে গণহত্যা-সহ নানা অভিযোগ দায়ের হয়। সেই দেশের নির্বাচন কমিশন আওয়ামি লিগের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করে সেই দেশে। যার সমালোচনা হয়। সমালোচকরা বলতে শুরু করেন, ইউনূসের ইশারাতেই আওয়ামি লিগকে কোণঠাসা করা হয় সেদেশে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে অন্তর্বতীকালীন সরকার। 

এদিকে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি জোরালো হয়। দেশের একটা বিপুল অংশের মানুষ, স্থায়ী সরকারের পক্ষে সওয়াল করতে শুরু করে। বিএনপি-সহ বাকি দলগুলোও নির্বাচনের দাবি জানাতে থাকে। চাপে পড়েন ইউনূস ও নির্বাচন কমিশন। অবশেষে তাঁদের তরফে জানানো হয়, ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। 

এরপর থেকেই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশের জেলা ও উপজেলাগুলোতে সভাসমিতি করছে কমিশন। সম্প্রতি বরিশালে এক অনুষ্ঠানে বাংলাদেশের মুখ্য নির্বাচনি কমিশনার এএমএম নাসির উদ্দিনকে আওয়ামি লিগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তাছাড়া সরকারও বলেছে যে তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনে দলটির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তবে, যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয় তখন সেটা দেখা যাবে।'    

NCP-কে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনার জানান, নির্বাচন কমিশনের তালিকায় যে প্রতীকগুলো রয়েছে, সেই প্রতীকগুলো দেওয়া হবে। তাই শাপলা প্রতীক এখনই দেওয়া হবে না। তবে কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে বলে দাবি করেন তিনি। 

Advertisement

POST A COMMENT
Advertisement