Bangladesh : BNP-র প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামি, বাংলাদেশে ক্ষমতায় কোন দল? জনমত সমীক্ষা

সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৩০০ আসনের ২০ হাজার ৪৯৫ জন নাগরিক। শামিম হায়দার তালুকদার জানান, বাংলাদেশের দুই ছোটো রাজনৈতিক দল নবগঠিত এনসিপি ও জাতীয় পার্টি সমর্থন পেলেও তাদের প্রাপ্ত ভোটের হার খুব সামান্য হতে পারে।

Advertisement
BNP-র প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামি, বাংলাদেশে ক্ষমতায় কোন দল? জনমত সমীক্ষাবাংলাদেশে ক্ষমতায় আসবে বিএনপি?
হাইলাইটস
  • বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করতে চলেছে বিএনপি
  • ইঙ্গিত মিলল জনমত সমীক্ষায়

বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করতে চলেছে বিএনপি। ইঙ্গিত মিলল জনমত সমীক্ষায়। আগামী ১২ ফেব্রুয়ারি সেই দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে প্রকাশিত জনমত সমীক্ষায় ইঙ্গিত, ৭০ শতাংশ ভোটারের সমর্থনে মসনদে বসতে পারে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দল। 

বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জনমত সমীক্ষা চালিয়েছে। তাদের তরফে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটের সেমিনার হলে এই জনমত সমীক্ষা তুলে ধরা হয়। ওই সংগঠনের প্রধান শামিম হায়দার তালুকদার সমীক্ষার ফলাফল প্রকাশ করতে গিয়ে জানান, গত মাসের ২০ তারিখ থেকে ১ জানুয়ারি পর্যন্ত জনমত সংগ্রহ করা হয়েছে। বিএনপির পর বাংলাদেশের জনপ্রিয় দল জামাত ইসলামি। তারা সমর্থন পেয়েছে ১৯ শতাংশ ভোটারের। 

সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৩০০ আসনের ২০ হাজার ৪৯৫ জন নাগরিক। শামিম হায়দার তালুকদার জানান, বাংলাদেশের দুই ছোটো রাজনৈতিক দল নবগঠিত এনসিপি ও জাতীয় পার্টি সমর্থন পেলেও তাদের প্রাপ্ত ভোটের হার খুব সামান্য হতে পারে। এনসিপি-কে সমর্থন জানিয়েছে ২.৬ শতাংশ ভোটার। সেখানে ১.৪ শতাংশ ভোট পেতে পারে জাতীয় পার্টি। নির্দল প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ০.১ শতাংশ ভোটার। 

সমীক্ষা থেকে ইঙ্গিত বাংলাদেশে সরকার গড়বে বিএনপি। প্রায় ৭৭ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, বিএনপি পরবর্তী সরকার গঠন করবে। ৭৪ শতাংশের মত, বিএনপির প্রার্থীরা তাঁদের নিজস্ব নির্বাচনী এলাকায় জয়লাভ করতে পারবেন। মহিলা ভোটাররাও বিএনপি-র প্রতিই তাঁদের সমর্থন জানিয়েছেন। ৭১ শতাংশ মহিলা খালেদা জিয়ার দলের পক্ষে। 

বিএনপি সবথেকে বেশি সমর্থন পেয়েছে চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে। শতাংশের হিসেবে প্রায় ৭৪। জামাত ইসলামির বেশি সমর্থন রয়েছে বরিশাল ও খুলনায়। যথাক্রমে ২৯ ও ২৫ শতাংশ। রংপুর অঞ্চলে জাতীয় পার্টি অন্য দলগুলোর থেকে সমর্থন বেশি পাবে বলে ধারণা করা হচ্ছে। 

এবারের ভোটো আওয়ামি লিগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। শেখ হাসিনাপর দলের ভোটারদের মধ্যে প্রায় ৬০ শতাংশ জানিয়েছে, তারা বিএনপিকে ভোট দিতে আগ্রহী। ২৫ শতাংশ জামাত ইসলামির পক্ষে সমর্থন প্রকাশ করেছে। বাকি ১৫ শতাংশ বেছে নিয়েছে অন্য রাজনৈতিক দলগুলোকে।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement