scorecardresearch
 

Durga Puja 2021: বাড়ছে ঠাকুর দেখার ভিড়, কেমন হচ্ছে এবার ঢাকার পুজো?

আজ রবিবার মহাপঞ্চমীতেই বাঙালির পুজো মুড পুরো অন। রাত পোহালেই মহাষষ্ঠীতে দেবীর বোধন। শহরের বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা চলে এলেছে। বড়বড় পুজোগুলির উদ্বোধনও ইতিমধ্যে হয়ে গিয়েছে। পঞ্চমীর রাত থেকেই ভিড় বাড়তে শুরু করেছে মণ্ডপে মণ্ডপে। কলকাতার মত ওপার বাংলার ঢাকাতেও দুর্গাপুজো ঘিরে রয়েছে উন্মাদনা।

Advertisement
বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো
হাইলাইটস
  • বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো
  • পুজোকে ঘিরে চলছে সাজ সাজ রব
  • ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে বাংলাদেশেও শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

আজ রবিবার মহাপঞ্চমীতেই বাঙালির পুজো মুড পুরো অন। রাত পোহালেই মহাষষ্ঠীতে দেবীর বোধন। শহরের বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা চলে এলেছে। বড়বড় পুজোগুলির উদ্বোধনও ইতিমধ্যে হয়ে গিয়েছে। পঞ্চমীর রাত থেকেই ভিড় বাড়তে শুরু করেছে মণ্ডপে মণ্ডপে। কলকাতার মত ওপার বাংলার ঢাকাতেও দুর্গাপুজো ঘিরে রয়েছে উন্মাদনা। 

বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোকে ঘিরে চলছে সাজ সাজ রব। মণ্ডপ ও মন্দিরগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কোথাওবা মাতৃপ্রতিমায় শেষ তুলির আঁচড় লাগাচ্ছেন এবং দেবীর কাপড় পরানোর কাজ করছেন মৃৎশিল্পীরা।

ঢাকায় ছোট-বড় বিভিন্ন মণ্ডপে শেষ হয়েছে মঞ্চ, প্যান্ডেল ও তোরণ নির্মাণের কাজ। ঢাকেশ্বরী মন্দিরের প্রধান গেটসহ অন্য জায়গাগুলোও বর্ণিল হয়ে সেজে উঠেছে। রবিবার শেষদিন চরম ব্যস্ততায় কেটেছে  মৃৎশিল্পী থেকে শুরু করে  পূজা কমিটির উদ্যোক্তাদের।

আগামীকাল সোমবার  ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে বাংলাদেশেও শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আগামি ১৫ অক্টোবর বিজয়া দশমী দিয়ে শেষ হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি পুজো  উদযাপিত হয় পুরান ঢাকায়। এবার স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরে মোট ২৩৭টি মণ্ডপে দুর্গাপুজো উদযাপন হচ্ছে। এর মধ্যে সূত্রাপুর থানায় সবচেয়ে বেশি ২৫টি মণ্ডপে, কোতোয়ালি থানায় ২১টি, ওয়ারীতে ১৬টি, গেণ্ডারিয়ায় ১৪টি, হাজারীবাগে ১৩টি, তুরাগে ১২টি, বাড্ডায় ১০টি, বনানীতে ৯টি, মোহাম্মদপুরে ৯টি, দারুসসালাম ও গাবতলীতে ৮টি, ডেমরায় ৮টি এবং তেজগাঁও থানায় ৬টি মণ্ডপসহ বাকি থানাগুলোতে দুর্গাপুজো উদযাপন করা হবে।

 

Advertisement