Bangladesh Hindu: বাংলাদেশে হিন্দুরা মুছে যাওয়ার পথে? পরিস্থিতি কতটা বিপজ্জনক? আলোচনায় যা উঠে এল

বস্তুত, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চরম পর্যায়ে নির্যাতন চলছে। যা নিয়ে মানবাধিকার সংগঠনগুলিও চিন্তিত। বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি নিয়ে পঙ্কজর অভিযোগ, বিএনপি ও জামাত এবং চরমপন্থী গোষ্ঠীগুলি সরকারের ছত্রছায়ায় এই হামলা চালাচ্ছে, অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

Advertisement
বাংলাদেশে হিন্দুরা মুছে যাওয়ার পথে? পরিস্থিতি কতটা বিপজ্জনক? আলোচনায় যা উঠে এলমহম্মদ ইউনূস
হাইলাইটস
  • বাংলাদেশ এখন রাস্তার ঠিক মোড়ে দাঁড়িয়ে
  • হিন্দুদের উপর নির্যাতন চরম পর্যায়ে নির্যাতন
  • বাংলাদেশে হিন্দুরা প্রায় বিলুপ্তির পথে

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার ও একদা নিষিদ্ধ কট্টরপন্থী জামাত ই ইসলামি সংগঠনের বাড়বাড়ন্ত গোটা দুনিয়া দেখছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস হাসিমুখের আড়ালে গোটা দেশকে কীভাবে পাকিস্তানের হাতে তুলে দিচ্ছেন, তাও দেখা যাচ্ছে স্পষ্ট। এহেন বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাত্‍পর্যপূর্ণ মন্তব্য করলেন সে দেশের সাংসদ পঙ্কজ নাথ। বললেন, বাংলাদেশ এখন ধর্মীয় বৈষম্য ও সাস্কৃতিক বিলোপের মাঝখানে দাঁড়িয়ে। বাংলাদেশে হিন্দুদের সঙ্কট নিয়ে হিন্দু সাংসদ পঙ্কজ নাথ যা যা বললেন, তা রীতিমতো উদ্বেগের।

বাংলাদেশ এখন রাস্তার ঠিক মোড়ে দাঁড়িয়ে

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন HRDI (Human Rights Defense International) আয়োজিত এক সভায় পঙ্কজ বললেন, 'পরিস্থিতি ভীষণ উদ্বেগজনক। গত এক বছরে হত্যাকাণ্ড, ধর্ষণ, জমি দখল, হিন্দুদের বাড়িঘর, ব্যবসা ও মন্দিরে হামলা, এমন ঘটনার সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ এখন রাস্তার ঠিক মোড়ে দাঁড়িয়ে। একদিকে সে বেছে নিতে পারে ধর্মনিরপেক্ষতার মূলনীতি, আর অন্যদিকে এমন পথে হাঁটতে পারে, যেটা শেষ পর্যন্ত নিয়ে যাবে ধর্মীয় বিভাজন আর সংস্কৃতির বিলোপের দিকে।'

হিন্দুদের উপর নির্যাতন চরম পর্যায়ে নির্যাতন

বস্তুত, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চরম পর্যায়ে নির্যাতন চলছে। যা নিয়ে মানবাধিকার সংগঠনগুলিও চিন্তিত। বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি নিয়ে পঙ্কজর অভিযোগ, বিএনপি ও জামাত এবং চরমপন্থী গোষ্ঠীগুলি সরকারের ছত্রছায়ায় এই হামলা চালাচ্ছে, অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অনলাইনে ভুয়ো কন্টেন্ট ব্যবহার করে দাঙ্গায় উস্কানি দেওয়া হচ্ছে। তাঁর কথায়, 'দশকের পর দশক বৈষম্যের ফলে হিন্দু সম্প্রদায় রাজনৈতিকভাবে প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে বাংলাদেশে। সংখ্যালঘু জনসংখ্যা উল্লেখযোগ্য হলেও সংসদে ও সরকারি প্রতিষ্ঠানে হিন্দু প্রতিনিধিত্ব খুবই কম।'

বাংলাদেশের সাংসদ পঙ্কজ নাথ
বাংলাদেশের সাংসদ পঙ্কজ নাথ

বাংলাদেশ থেকে কি তাহলে হিন্দু সংখ্যালঘুরা মুছে যাবে? পঙ্কজ নাথের বক্তব্যে এমনই আশঙ্কা স্পষ্ট। বললেন, 'সংখ্যালঘুদের সরকারে চাকরির সুযোগ ও ক্ষমতায়ন নিশ্চিত করলে তবেই প্রকৃত অর্থে তাদের শক্তিশালী করা যাবে। হিন্দুরা এ দেশে অবশ্যই ঝুঁকিতে আছে। প্রশ্ন হল, কত দ্রুত বাংলাদেশ থেকে সংখ্যালঘুরা মুছে যাবে।'

Advertisement

বাংলাদেশে হিন্দুরা প্রায় বিলুপ্তির পথে

একই সুর শোনা গেল অন্য বক্তাদের কাছ থেকেও। HRDI-এর মহাসচিব রাজেশ গোগনা একে মানবাধিকার জরুরি অবস্থা বলে উল্লেখ করলেন। তাঁর কথায়, 'প্রতিটি হিংসার ঢেউয়ের পরই হিন্দুদের বাংলাদেশ ছাড়তে হচ্ছে। মন্দির ভাঙচুরের সময় পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই প্রশাসনিক নীরবতা আসলে মদত।' ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার প্রবীর সরকার বলেন, দেশের শিক্ষাঙ্গনেও চলছে প্রাতিষ্ঠানিক বৈষম্য। ২০০৯-এর আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ জন সংখ্যালঘু শিক্ষক ছিলেন। কিন্তু ২০২৪ এর অগাস্টের প থেকে শত শত শিক্ষক চাপে পড়ে পদত্যাগ করেছেন।

তিনি সরাসরি জানিয়ে দিলেন 'বাংলাদেশে হিন্দুদের অবস্থা এখন আর মানবাধিকার ইস্যু নয়, এটি অস্তিত্বের লড়াই। বাংলাদেশে হিন্দুরা প্রায় বিলুপ্তির পথে।'

POST A COMMENT
Advertisement