Verdict Against Sheikh Hasina: হাসিনা নিয়ে রায় পিছোল, পরপর বিস্ফোরণ ঢাকায়, কী হতে চলেছে?

২০২৪ সালের অগাস্টে ছাত্র আন্দোলন বিদ্রোহে রূপ নিলে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসেন। হাসিনা দেশ ছাড়ার পর থেকে তাঁর বিরুদ্ধে হত্যা থেকে শুরু করে ষড়যন্ত্র পর্যন্ত কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছিল। আজ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় রায় ঘোষণার তারিখ জানাল । বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ জানিয়েছে।

Advertisement
হাসিনা নিয়ে রায় পিছোল, পরপর বিস্ফোরণ ঢাকায়, কী হতে চলেছে?হাসিনা নিয়ে রায় পিছোল

২০২৪ সালের অগাস্টে ছাত্র আন্দোলন বিদ্রোহে রূপ নিলে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসেন। হাসিনা দেশ ছাড়ার পর থেকে তাঁর বিরুদ্ধে হত্যা থেকে শুরু করে ষড়যন্ত্র পর্যন্ত কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছিল। আজ  ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় রায় ঘোষণার তারিখ জানাল । বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ জানিয়েছে। জানা যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী সোমবার ১৭ নভেম্বর ঘোষণা করা হবে।

বিচারপতি মো. গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার  এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিকে রায়ের তারিখ ঘোষণা ঘিরে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।


এই মামলায় শেখ  হাসিনার পাশাপাশি, ঢাকার প্রাক্তন পুলিশ প্রধান এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও রায় ঘোষণা হবে সোমবার।  আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও ইতিমধ্যেই  অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। গত বছর ৫ অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর আদালত অবমাননার দায়ে চলতি বছর ২ জুলাই একই ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ছয় মাসের সাজার আদেশ দেয়।

 এদিকে এ দিনই আবার বাংলাদেশে নিষিদ্ধ হওয় আওয়ামী লিগ 'ঢাকা লকডাউন' কর্মসূচির ডাক দিয়েছে। রাজধানী ঢাকাসহ টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাত ঘণ্টায় সাতটি গাড়িতে  আগুনের ঘটনা ঘটে। প্রসঙ্গত, ঢাকাতে  হঠাৎ করেই  ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা বেড়ে গেছে। চলতি নভেম্বরের ১২ দিনে ঢাকায় ১৯টি স্থানে ৩৬টি ককটেল বিস্ফোরণ হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে কমপক্ষে ৯টি বাসে। এর আগে গত অক্টোবরে অন্তত ১০ স্থানে ককটেল হামলা চালানো হয়। বেশিরভাগ হামলায় মোটরসাইকেল ব্যবহার করেছে দুষ্কৃতীরা। রাজধানী ঢাকার পাশাপাশি অন্যান্য শহরেও ধারাবাহিক বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement