scorecardresearch
 

Bangladesh Ilish: আজ বাংলাদেশের ইলিশ ঢুকছে, কাল থেকেই বাজারে মিলবে

দুর্গাপুজোর মুখে বাংলাদেশের ইলিশ আসার খবরে মুখে হাসি ফুটেছিল রাজ্যবাসীর। তবে সেই হাসি খানিকটা হলেও ম্লান হতে চলেছে। লক্ষ্মীবারে ভারতে ইলিশ ঢুকছে ঠিকই, তবে তিন হাজার টন নয়, তার চেয়ে কম। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। 

Advertisement
ইলিশ মাছ ইলিশ মাছ

Bangladesh Hilsa: দুর্গাপুজোর মুখে বাংলাদেশের ইলিশ আসার খবরে মুখে হাসি ফুটেছিল রাজ্যবাসীর। তবে সেই হাসি খানিকটা হলেও ম্লান হতে চলেছে। লক্ষ্মীবারে ভারতে ইলিশ ঢুকছে ঠিকই, তবে তিন হাজার টন নয়, তার চেয়ে কম। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। 

তবে শেষে সিদ্ধান্ত হয়, ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানি করা হবে। বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই অনুমতি দেওয়া হয়েছে ৪৯টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন, আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে বলে জানা গেছে। 

ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল গত সোমবার দুপুর ১২টা পর্যন্ত। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে এই তথ্য জানায়।

আরও পড়ুন

ইলিশের এই চালান পেট্রাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং সরাসরি হাওড়ার পাইকারি মাছ বাজারে পৌঁছবে। ফলে, কাল সকাল থেকেই রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে। তবে এই ইলিশের দাম চড়া থাকতে পারে বলে ধারণা করছেন বাজার বিশেষজ্ঞরা।

কোন সাইজের ইলিশের কত দাম হতে পারে?

প্রায় ১২০০-১৩০০ টাকা কিলো হতে পারে ইলিশ। মরশুমের শেষ ইলিশ বলে কথা। এর চাহিদাও থাকবে তুঙ্গে। শিয়ালদা, পাতিপুকুর ও শিলিগুড়ি পাইকারি বাজারেও পৌঁছে যাবে বাংলাদেশী ইলিশ মাছ। সেই পাইকারি বাজার থেকে বিভিন্ন খুচরো মার্কেটে মাছ চলে যাবে। অর্থাৎ বাজার থেকে ইলিশ কেনার জন্য আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

Advertisement

Advertisement