Sheikh Hasina শেখ হাসিনাকে গ্রেফতার করতে তৎপর বাংলাদশ। বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসে আশ্রয় নেওয়া হাসিনাকে যেন গ্রেফতারের রেড অ্যালার্ট জারি করা হয় সেই বিষয়ে ইন্টারপোলের কাছে অনুরোধ করল বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম এই তথ্য দেন। বাংলাদেশের প্রথম আলো-সহ একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।
ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, রবিবার এই অনুরোধ জানানো হয়েছে ইন্টারপোলের কাছে। তিনি আরও জানান, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ। তিনি দেশেও নেই। তিনি ঢাকা বা বাংলাদেশের বিচার ব্যবস্থার এক্তিয়ারের বাইরে। সেই কারণে ইন্টারপোলের কাছে রেড অ্যালার্ট জারির জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর বাংলাদেশে গণহত্য়া ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়। মোট ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে শেখ হাসিনা-সহ রয়েছেন তাঁর বোন শেখ রেহানা, একাধিক মন্ত্রী, পুলিশ কর্তা, সেনা কর্মকর্তা। এই আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা, মহম্মদ মোতিয়ুল এবং শফিউল আলম মাহমুদ।
উল্লেখ্য, গত জুলাই মাস থেকে কোটা বিরোধী আন্দোলনের জেরে তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষও শুরু হয়। তার জেরে পুলিশ গুলি চালায়। কয়েকশো জন মারা যান বলে অভিযোগ। জুলাই মাস থেকে অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে এই আন্দোলন। তাতে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। এরপর ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর সেই দেশের অন্তর্বতী সরকার গঠিত হয়। যার মুখ নোবেলজয়ী মহম্মদ ইউনুস। তিনিই এখন বাংলাদেশ চালাচ্ছেন।