Bangladesh: ইউনূসের 'গলার কাঁটা' এখন সেই ছাত্ররাই, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে NCP?

বাংলাদেশে NCP-র তৈরি হয়েছিল অ্যান্টি হাসিনা আন্দোলনের মাধ্যমে। এই পার্টিকে সামনে রেখেই মহম্মদ ইউনূসের ছক ছিল, ক্ষমতায় টিকে থাকবেন। ভেবেছিলেন, এনসিপি জনপ্রিয়তায় আওয়ামী লিগ, বিএনপি-র মতো দলগুলিকে ছাপিয়ে যাবে। কিন্তু আখেরে দেখা যাচ্ছে, এই ভুঁইফোড় রাজনৈতিক দলের উপরে আদপেই ভরসা নেই বাংলাদেশের জনগণের। 

Advertisement
ইউনূসের 'গলার কাঁটা' এখন সেই ছাত্ররাই, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে NCP?বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস
হাইলাইটস
  • দুজন উপদেষ্টাকে ইস্তফা দিতে বলেছে অন্তর্বর্তী সরকার
  • ঠিক কী কী অভিযোগ ও কেন বিরোধিতা?
  • ইস্তফার আগে সময় চাইছেন দুই নেতা

বাংলাদেশে ভোট যত এগিয়ে আসছে, নিজের তৈরি চক্রব্যূহেই যেন ফেঁসে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ২০২৪ সালের জুলাই-অগাস্ট আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই ছাত্রদের নিয়ে NCP (ন্যাশনাল সিটিজেন পার্টি) নামক রাজনৈতিক দল গড়ে এখন নিজেই বিপাকে ইউনূস।

দুজন উপদেষ্টাকে ইস্তফা দিতে বলেছে অন্তর্বর্তী সরকার

ভেবেছিলেন, এই ছাত্রদের ঢাল করেই ক্ষমতায় বসে থাকবেন, কিন্তু দেখা যাচ্ছে তারাই এখন গলার কাঁটা। সূত্রের খবর, ছাত্র আন্দোলনে জড়িত সেই ছাত্র উপদেষ্টাদের পদ থেকে ইস্তফা দিতে বলে দিল অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'র খবর অনুযায়ী, এখনও পর্যন্ত দুজন উপদেষ্টাকে ইস্তফা দিতে বলেছে অন্তর্বর্তী সরকার। এঁরা দুজনেই হাসিনা সরকারের পতনের আগে ছাত্র আন্দোলনের অন্যতম মুখ।

অন্যদিকে খালেদা জিয়ার দল বিএনপি ও কট্টরপন্থী জামাত ই ইসলামিও এই ছাত্রনেতাদের বিরোধিতায় সোচ্চার। বিরোধীদের অভিযোগ, উপদেষ্টার পদে বসে NCPর পক্ষপাতিত্ব করেছে যাচ্ছেন এই ছাত্রনেতারা। 

বাংলাদেশে NCP-র তৈরি হয়েছিল অ্যান্টি হাসিনা আন্দোলনের মাধ্যমে। এই পার্টিকে সামনে রেখেই মহম্মদ ইউনূসের ছক ছিল, ক্ষমতায় টিকে থাকবেন। ভেবেছিলেন, এনসিপি জনপ্রিয়তায় আওয়ামী লিগ, বিএনপি-র মতো দলগুলিকে ছাপিয়ে যাবে। কিন্তু আখেরে দেখা যাচ্ছে, এই ভুঁইফোড় রাজনৈতিক দলের উপরে আদপেই ভরসা নেই বাংলাদেশের জনগণের। 

ঠিক কী কী অভিযোগ ও কেন বিরোধিতা?

BNP ও জামাত ই ইসালমির দাবি,  NCP-র যে ছাত্রনেতাদের উপদেষ্টা পদ দেওয়া হয়েছে, তাঁরা পক্ষপাতদুষ্ট। এঁরা  NCPর জন্য কাজ করে যাচ্ছে সরকারি পদ ব্যবহার করে। সব কিছু ঠিক চললে আগামী বছর অর্থাত্‍ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভোট হওয়ার কথা বাংলাদেশে। তার আগে বিএনপি ও জামাতের তিরেই বিদ্ধ ইউনূস। 

মহফুজ আলম ও আসিফ আলমের ভূমিকা কী?

প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস নিজের সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মহফুজ আলম আর স্থানীয় প্রশাসন উপদেষ্টা আসিফ মাহমুদ (সজিব ভুইয়া) ইস্তফা দিতে বলেছেন। মহফুজ আলম আর আসিফ আলম, দু’জনেই ২০২৪ সালে শেখ হাসিনার আওয়ামী লিগ সরকারকে সরানোর আন্দোলনে বড় ভূমিকা নিয়েছিলেন। হাসিনা ক্ষমতা হারানোর পর, দু’জনকেই ইউনূস নিজের ২৩ সদস্যের উপদেষ্টা পরিষদে নিয়েছিলেন। মহফুজ আলম প্রথমে ইউনূসের বিশেষ সহকারী ছিলেন, পরে তাঁকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা করা হয়। অন্যদিকে, আসিফ মহমুদকে শুরুতে শ্রম, যুব ও ক্রীড়া দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল, পরে নভেম্বর ২০২৪-এ স্থানীয় প্রশাসন বিভাগে পাঠানো হয়।

Advertisement

ইস্তফার আগে সময় চাইছেন দুই নেতা

সূত্রের খবর, দুই উপদেষ্টা আপাতত পদ ছাড়তে চাইছেন না। তাঁরা ইউনূসের কাছে একটু সময় চেয়েছেন। তাঁদের ভয়, এখন পদ ছাড়লে, সরকারের ভিতরে থাকা বিরোধী গোষ্ঠীগুলির সাহস আরও বেড়ে যাবে।
সম্প্রতি NCP দলের নেতারা ইউনূসের সঙ্গে দেখা করে এই বিষয়টা তুলেছেন। তাঁদের দাবি, সরকারের ভেতরে সব পক্ষের যেন সমান প্রতিনিধিত্ব থাকে।

ইউনূস প্রশাসনে ভাঙন

এটা প্রথমবার নয়। এর আগে ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম ইউনূসের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে NCP-র নেতৃত্ব নিয়েছিলেন। এই মাসের শুরুতে উপদেষ্টা সায়েদা রিজওয়ানা হাসান প্রকাশ্যে NCP-র দাবি অস্বীকার করে বলেন, সরকার কোনওভাবেই সেফ এগডিট বা নিরাপদে সরে যাওয়ার রাস্তা খুঁজছে না।

POST A COMMENT
Advertisement