
অবশেষে ভোটের পথে এগোচ্ছে বাংলাদেশ। যদিও 'না আঁচালে বিশ্বাস নেই'! আজ অর্থাত্ বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ভোটার তালিকা চূড়ান্ত করা, কতগুলি রাজনৈতিক লড়বে, সংসদীয় আসন সহ সব প্রক্রিয়ার রোডম্যাপ জানিয়েছেন সে দেশের নির্বাচন কমিশনের প্রধান সচিব আখতার আহমেদ। জাতীয় নির্বাচনের জন্য মোট ২৪টি কাজকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হল, ভোটটা কবে?
রমজানের আগেই ভোট প্রক্রিয়া শেষ
বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের অফিস থেকে বলা হয়েছে, রমজানের আগেই ভোট প্রক্রিয়া শেষ করে ফেলার জন্য। আপাতত সেই পথেই এগোচ্ছে কমিশন। বস্তুত, কমিশন আগেই জানিয়েছিল, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই ভোট হবে। সেই মতোই রোডম্যাপ ঘোষণা করা হল। তিনি সাংবাদিকদের জানান, ভোটের তারিখের অন্তত ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরে তফসিল প্রকাশের প্ল্যান রয়েছে।
নির্বাচনের জন্য ২৪ দফা রোডম্যাপ
ইসি জানিয়েছে, ভোট আয়োজনের জন্য মোট ২৪টি ধাপের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাঁরা নির্বাচনে লড়বেন তাঁদের ডিবেট সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়ে দেড় মাস চলবে। দ্বিতীয় ধাপের খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত। ৩১ অগাস্টে চূড়ান্ত করা হবে। ৩১ অক্টোবরের পর সংশোধন শেষে ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহ বিভিন্ন আইন-বিধি সংশোধনের প্রস্তাব ৩১ অগাস্টের মধ্যে তৈরি করা হবে। আসনসীমা আইন, ভোটকেন্দ্র নীতিমালা, পর্যবেক্ষক ও সাংবাদিক অনুমোদন, প্রতীক সংক্রান্ত নিয়মাবলী,এসব আইন সংশোধনের কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে। সেপ্টেম্বর মাসেই প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন শেষ হবে।
নির্বাচনের গ্যাজেট সেপ্টেম্বরের শুরুতে
কমিশন জানিয়েছে, নির্বাচনের গ্যাজেট সেপ্টেম্বরের শুরুতে প্রকাশ হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে জিআইএস ম্যাপ প্রকাশ। সফটওয়্যার ও মোবাইল অ্যাপ তৈরি, নিবন্ধন ও ট্র্যাকিং সিস্টেম অক্টোবরে শেষ হবে। নভেম্বরে প্রবাসী ভোটারদের ব্যালট পাঠানো হবে। কারাবন্দিদের ব্যালট ভোটের দুই সপ্তাহ আগে পাঠানো হবে। সেপ্টেম্বর থেকে শুরু করে তফসিল ঘোষণার আগে ও পরে বৈঠক চলবে। ভোটকেন্দ্র ও নির্বাচন সামগ্রী স্বচ্ছ ব্যালট বাক্স, পরিচয়পত্র, নির্দেশিকা, পোস্টার ছাপানো, প্রশিক্ষকদের প্রশিক্ষণ, বাজেট বরাদ্দ, টেলিযোগাযোগ ও ডিজিটাল মনিটর সংযোজন।
https://bangla.aajtak.in/utility/photo/lakhpati-didi-yojana-women-will-get-a-loan-of-up-to-rs-5-lakh-without-interest-abk-1268713-2025-08-28