Sheikh Hasina : দিল্লিতে ভালোই আছি, ভারত ছাড়ার ইচ্ছে নেই; জানালেন শেখ হাসিনা

এক ইমেলে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, নির্বাচনে যদি তাঁর দলকে অংশগ্রহণ করতে দেওয়া না হয় এবং যদি সরকার গঠিত হয়, সেখানে তিনি যাবেন না। তিনি ভারতেই থাকার পরিকল্পনা করবেন। এখনই বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা নেই।  

Advertisement
দিল্লিতে ভালোই আছি, ভারত ছাড়ার ইচ্ছে নেই; জানালেন শেখ হাসিনা Sheikh Hasina
হাইলাইটস
  • বাংলাদেশে এখনই ফেরার ইচ্ছে নেই
  • জানালেন শেখ হাসিনা

ভারত ছাড়ার পরিকল্পনা নেই। দিল্লিতে তিনি ভালোই আছেন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকার জানালেন শেখ হাসিনা। বাংলাদেশের সাধারণ নির্বাচন হবে ২০২৬ সালে। সেই নির্বাচনে যদি আওয়ামি লিগকে অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাহলে ভোট বয়কট করবেন তাঁর দলের নেতা-কর্মীরা। হুঁশিয়ারি হাসিনার। 

২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। তার আগে বাংলাদেশে আন্দোলনে অনেক মানুষ মারা যান। সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ওঠে। তবে সেজন্য ক্ষমা চাইতে নারাজ মুজিবর কন্যা। তিনি এও জানান, দিল্লিতে ভালো থাকলেও তিনি সতর্ক। কারণ, তাঁর পরিবারের উপর আক্রমণের ইতিহাস আছে।  

এক ইমেলে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, নির্বাচনে যদি তাঁর দলকে অংশগ্রহণ করতে দেওয়া না হয় এবং যদি সরকার গঠিত হয়, সেখানে তিনি যাবেন না। তিনি ভারতেই থাকার পরিকল্পনা করবেন। এখনই বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা নেই।  

হাসিনা সাফ জানান, 'কে না নিজের বাড়ি ফিরতে ভালোবাসে। আমিও যেতে চাই। কিন্তু যতক্ষণ না সেখানে সরকার গঠিত হয়, সংবিধান ও আইনের শাসনের কার্যকর হয়, ততক্ষণ যাব না।' 

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই অগাস্টে যে আন্দোলন হয়েছে, সেখানে নিহত নাগরিকদের উদ্দেশে শ্রদ্ধা জানান তিনি। বলেন, 'জাতি হিসেবে আমাদের হারিয়ে যাওয়া শিশু, ভাইবোন ও বন্ধুর জন্য শোক প্রকাশ করা উচিত। আমি সমব্যথী। সারাজীবন সমবেদনা জানাব।' 

মহম্মদ ইউনূসের অন্তর্বতী সরকার গঠিত হওয়ার পর হাসিনা সহ তাঁর সরকারের বহু প্রতিনিধিদের বিচারের আওতায় আনা হয়। তবে সেই বিচার ব্যবস্থাকে তিনি মান্যতা দেন না। জানান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বলেন, 'ITC হল একটি ভুয়ো আদালত। সেখানে আমার এবং আমার দলের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। সেখানেও একটা সমান্তরাল অরাজনৈতিক সরকার চলে। যেটা বিরোধিরা চালাচ্ছে। ওরা আমাকে দোষী করার জন্য সবরকম চেষ্টা করবে। আমার পরিবারের ইতিহাস আমি জানি। দেশে রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস নিয়েও আমার থেকে কেউ সচেতন নয়।' 

Advertisement

বাংলাদেশের আদালত ও অন্তর্বতী সরকার আওয়ামি লিগের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশে। সেই মোতাবেক ২০২৬ সালের ভোটে অংশ নিতে পারবে না হাসিনার দল। তবে তা যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হবে বলে দাবি করেন হাসিনা। বলেন, 'আওয়ামি লিগকে নির্বাচন থেকে বাদ দেওয়া মানে লক্ষ লক্ষ মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত রাখা। এভাবে অবাধ ও স্বচ্ছ ভোট হবে না। যে সরকার হবে তাও গণতন্ত্রের জন্য ভালো নয়। আওয়ামি লিগ যদি ভোটে দাঁড়াতে না পারে তাহলে সমর্থকদের কাছে আবেদন করব, তাঁরা যেন অন্য কোনও দলকে সমর্থন না করেন।' 

POST A COMMENT
Advertisement