আগরতলাকাণ্ড: ভারতের হাই কমিশনারের সঙ্গে কী কথা হল বাংলাদেশের বিদেশ মন্ত্রকের?

আগরতলার ঘটনার পর ভারতের হাই কমিশনার প্রণয় ভর্মাকে তলব বাংলাদেশের। মঙ্গলবার প্রণয় ভার্মাকে তলব করে সেই দেশের বিদেশ মন্ত্রক। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনা করতে যান প্রণয়।  বিকেল ৪ টে নাগাদ যান তিনি। 

Advertisement
আগরতলাকাণ্ড: ভারতের হাই কমিশনারের সঙ্গে কী কথা হল বাংলাদেশের বিদেশ মন্ত্রকের?   Tripura Agitation
হাইলাইটস
  • আগরতলার ঘটনার পর ভারতের হাই কমিশনার প্রণয় ভর্মাকে তলব বাংলাদেশের
  • মঙ্গলবার প্রণয় ভার্মাকে তলব করে সেই দেশের বিদেশ মন্ত্রক

আগরতলার ঘটনার পর ভারতের হাই কমিশনার প্রণয় ভর্মাকে তলব বাংলাদেশের। মঙ্গলবার প্রণয় ভার্মাকে তলব করে সেই দেশের বিদেশ মন্ত্রক। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনা করতে যান প্রণয়।  বিকেল ৪ টে নাগাদ যান তিনি। 

বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানান, 'আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছিলাম। ভারতের হাই কমিশনার দেখা করতে এসেছিলেন।' 

বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন বলেন, 'আগরতলা ঘটনার প্রতিক্রিয়ায় ভারতীয় রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল। কথিত হামলায় বিক্ষোভকারীরা বাংলাদেশের সহকারী হাইকমিশন চত্বরে বিধিনিষেধ লঙ্ঘন করে।  বাংলাদেশের জাতীয় পতাকায় ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ করেছে।'

এদিকে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের ভারপ্রাপ্ত সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রণয় ভার্মা জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ভারত প্রতিশ্রতিবদ্ধ। তাঁর কথায়,'দিল্লি বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়। কোনও একটা নির্দিষ্ট ইস্যু দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বাধা হয়ে দাঁড়াবে না।'

প্রসঙ্গত, ১ ডিসেম্বর আগরতলায় হাজার হাজার মানুষ বাংলাদেশি হিন্দু সাধক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এই ঘটনার পর তিন সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

POST A COMMENT
Advertisement