Bangladesh New Note: বাংলাদেশের টাকা থেকে সরছে মুজিবরের ছবি, নতুন নোট ছাপাচ্ছে ইউনূস সরকার

টাকার নোটে আর মুজিবুর রহমানের ছবি রাখবে না বাংলাদেশ। পরিবর্তে থাকবে ছাত্র আন্দোলনের ছবি। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের নির্দেশে নতুন নোট ছাপানো শুরু হয়ে গিয়েছে।

Advertisement
বাংলাদেশের টাকা থেকে সরছে মুজিবরের ছবি, নতুন নোট ছাপাচ্ছে ইউনূস সরকারবাংলাদেশের টাকা থেকে সরছে মুজিবর রহমানের ছবি।

টাকার নোটে আর মুজিবর রহমানের ছবি রাখবে না বাংলাদেশ। পরিবর্তে থাকবে ছাত্র আন্দোলনের ছবি। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের নির্দেশে নতুন নোট ছাপানো শুরু হয়ে গিয়েছে।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি হয়েছে। বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শাসন চলছে। এরই মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত মুজিবর রহমানের ছবি টাকার নোট থেকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু করেছে সরকার। তথ্যানুযায়ী, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ককে নতুন নোট ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে চলতি বছরের জুলাইয়ের ছাত্র আন্দোলনের আভাস পাওয়া যাবে।  

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সূত্রে খবর, অন্তর্বর্তী সরকারের নির্দেশে ২০, ১০০, ৫০০ ও এক হাজার টাকার নোট ছাপানো হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, 'নতুন নোটে 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না।'

নতুন নোটের বিশেষত্ব জানুন

নতুন নোটে ধর্মীয় বিশ্বাস, বাঙালি ঐতিহ্য এবং জুলাই আন্দোলনের সময় তৈরি 'গ্রাফিটি'র ছোঁয়া থাকবে। বাংলাদেশ ব্যাঙ্কের এমডি হুশনারা শিখা বলেন, 'আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে।'

আরও পড়ুন: বাংলা ও ত্রিপুরা থেকে নিজেদের দুই কূটনীতিককে ফেরত নিল বাংলাদেশ, জেনে নিন কী ব্যাপার!

রিপোর্টে অনুযায়ী, ব্যাঙ্ক ও অর্থ মন্ত্রকের কর্তারা বলছেন, বর্তমান নোট থেকে মুজিবর রহমানের ছবি মুছে ফেলা হবে। প্রাথমিকভাবে চারটি নোটের নকশায় পরিবর্তন করা হচ্ছে। অন্যান্য নোটগুলি পর্যায়ক্রমে নতুন করে ডিজাইন করা হবে। অর্থ মন্ত্রকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সেপ্টেম্বরে নতুন নোটের জন্য একটি বিশদ নকশার প্রস্তাব জমা দিয়েছিল।

মুজিবুর রহমানের মূর্তিকেও টার্গেট করা হয়েছিল

উল্লেখ্যে, চলতি বছর আন্দোলনের সময় মুজিবর রহমানের মূর্তি ভাঙচুর করেছিল আন্দোলনকারীরা। শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আসার পরেই মুজিবরের মূর্তি ভেঙে ফেলা হয়। যে-যে দেওয়ালে তাঁর ছবি রয়েছে, সেগুলি মুছে নতুন করে রঙ করা হয়।

ইউনূসের সমালোচনা হাসিনার

শেখ হাসিনা সম্প্রতি ইউনূসের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা বলেন, ইউনূস সরকার পরিচালনায় অপারগ এবং তাঁর শাসনে বাংলাদেশে নৈরাজ্য ছড়াচ্ছে।

Advertisement

POST A COMMENT
Advertisement