একযুগ পরে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইটভারতের সঙ্গে তীব্র বিরোধিতা। আর অন্যদিকে পাকিস্তানের সঙ্গে দোস্তি- আপাতত এই মনোভাবই ধরে রেখেছে বাংলাদেশ। তার সাম্প্রতিক প্রমাণ হিসেবে, ফের একবার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান চালানো। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি রুটে ননস্টপ ফ্লাইট চালু করতে চলেছে। এর জন্য যাবতীয় অনুমোদনের কাজ সাড়া হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে ১২ বছরেরও বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথের যোগাযোগ ফের শুরু হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন, বৃহস্পতিবার ও শনিবার এই ফ্লাইট চলানো হবে। বিমানটি ঢাকা থেকে রাত ৮টার সময় উড়ান নিয়ে করাচি পৌঁছাবে রাত ১১টায়। আবার ফিরতি পথে এই বিমানটি করাচি থেকে ছাড়বে ঠিক রাত ১২টায়। সেটি ঢাকা এসে পৌঁছবে ভোর ৪টে বেজে ২০ মিনিটে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগষ্টে শেখ হাসিনার সরকারের পতনের পর ক্রমেই বাংলাদেশের সঙ্গে 'দোস্তি' বেড়েছে ইউনূস সরকারের। দু’দেশের সম্পর্ক নতুন করে ঠিক হচ্ছে। এরমধ্যেই নতুন করে বিমান পরিষেবা চালু করাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।
তবে এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে গিয়েছে। ঢাকা–করাচির সবচেয়ে সংক্ষিপ্ত বিমানরুটটি ভারতের আকাশসীমা দিয়ে যায়। এই রুটে উড়ানের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশ অনুমতি নিয়েছে কিনা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এই বিমানটি ঘুরপথে যাওয়ার সম্ভবনাও রয়েছে।
উল্লেখ্য, ঢাকা–করাচি রুটে শেষবার সরাসরি বিমান চলাচল হয়েছিল ২০১২ সালে। তারপর প্রায় ১৩ বছর পর আবার চালু হচ্ছে বিমান পরিষেবা। পাকিস্তানের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঢাকা-করাচি রুটে বিমান চলাচলে অনুমতিও দিয়েছে বলে জানা গিয়েছে।