Bangladesh Unrest: বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে ভাঙচুরের পর আগুন, একাধিক শহরে ছড়াল হিংসা

শেখ হাসিনার সরকারের পতনের পরে অগাস্টে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে হামলা চালানো হয়েছিল। তারপর থেকে ওই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানেই ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র–জনতা।

Advertisement
বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে ভাঙচুরের পর আগুন, একাধিক শহরে ছড়াল হিংসাবাংলাদেশে হিংসা।
হাইলাইটস
  • নতুন করে হিংসা বাংলাদেশে।
  • আগুন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে।

অনলাইনে শেখ হাসিনার ভাষণের পরই অগ্নিগর্ভ বাংলাদেশ। একাধিক জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ঢাকার ধানমন্ডি এলাকায় বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়িতে চালানো ভাঙচুর। তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’য় প্রকাশিত খবর অনুযায়ী, বিক্ষোভকারীরা ‘২৪-এর বিপ্লবী ছাত্র জনতা’। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীরা ওই বাড়িতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে।

শেখ হাসিনার সরকারের পতনের পরে অগাস্টে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে হামলা চালানো হয়েছিল। তারপর থেকে ওই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানেই ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র–জনতা। 'প্রথম আলো'র প্রতিবেদন অনুযায়ী,সন্ধেয় প্রচুর বিক্ষোভকারী জড়়ো হন ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে। তাঁরা স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ-বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভকারীরা প্রথমে বাড়ির গেট ভেঙে ফেলেন। তার পরে ভিতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে দেন।

মুজিবরের ধানমন্ডির বাড়িতে আগুন

জুলাই গণ-অভ্যুত্থানে দেশ ছাড়ার পর শেখ হাসিনার ভাষণ কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২-এর দিকে 'বুলডোজার মিছিল' কর্মসূচির ডাক দেয় ছাত্র–জনতা। পাশাপাশি 'মার্চ টু ধানমন্ডি ৩২' কর্মসূচির ঘোষণাও করা হয়। রাতেই বাংলাদেশে 'নিষিদ্ধ' ছাত্রসংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ প্রচারের কথা ছিল। তা নিয়েই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ধানমন্ডিতে গিয়ে ৩২ নম্বরের বাড়িটিতে প্রথমে গেট ভেঙে ফেলে ছাত্র-জনতা। তৃতীয় তলার একটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু, তাঁর স্ত্রী–পুত্র, পুত্রবধূসহ আত্মীয়দের হত্যা করা হয়েছিল এখানেই। ভবনটিকে স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়েছিল। 

অশান্ত খুলনা

খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাকার বাড়ি। সেটি 'শেখ বাড়ি' নামে পরিচিত। দুটি বুলডোজার নিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেয় উন্মত্ত জনতা। 

শেখ হাসিনার বাসভবনে আগুন

ধানমন্ডি ৫/এ–তে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন লাগানো হয়েছে। 

চট্টগ্রাম-সিলেটে অশান্তি

চট্টগ্রাম ও সিলেটেও এ দিন ছড়িয়েছে অশান্তি। দুটি জায়গায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দিয়েছে বিক্ষোভকারীরা। চট্টগ্রামে মশাল মিছিল করে শেখ মুজিবুর রহমানের ম্যুরালও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে দুর্বৃত্তরা। ওদিকে, সিলেটে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধুর ম্যুরাল। সেটি অগাস্টেই ভাঙচুর করা হয়েছিল। এবার বাকি অংশও গুঁড়িয়ে দেওয়া হল।  

Advertisement

আওয়ামী লীগের বিবৃতি

বাংলাদেশে বর্তমান হিংসার জন্য মহম্মদ ইউনূসের সরকারকে কাঠগড়ায় তুলেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার দল বিবৃতি দিয়ে জানিয়েছে,রাষ্ট্রীয় সম্পত্তিকে ব্যক্তিগত বলে মনে করছে ফ্যাসিস্ত সরকার। দেশের ভিতর এবং বিদেশি ষড়যন্ত্রকারীদের মাধ্যমে এই সরকার মানুষের উপর বোঝার মতো চেপে বসেছে। বেআইনিভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। স্বাধীনতাকামী মানুষের শক্তি প্রতিদিনই বেড়ে চলেছে। আমরা গণ-আন্দোলন করে এই সরকারকে টেনে নামাবই।

POST A COMMENT
Advertisement