মহম্মদ ইউনূস ও তারেক রহমানবাংলাদেশে ফিরেছেন বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান। নতুন ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন। সব ধর্মকে নিয়ে চলার বার্তা দিলেন। কিন্তু এর মধ্যেও হিন্দুদের উপর অত্যাচার চলছেই। হিন্দুদের জন্য নরক হয়ে উঠেছে বাংলাদেশ। তার আরও এক নিদর্শন অমৃত মণ্ডল। সূত্রের খবর, ঠিক যেভাবে দীপু দাসকে পিটিয়ে মেরেছিল উন্মত্ত কট্টরপন্থীরা। একই ভাবে অমৃত মণ্ডল নামে যুবককে খুন করল জনতার ভিড়। বাংলাদেশে মব লিঞ্চিং বা গণপিটুনিতে হত্যা রুখতে পারছে না ইউনূস সরকার। বা হয়তো সদিচ্ছার অভাব। এই পরিস্থিতিতে চাপের মুখে পড়ে বিবৃতি জারি করে ইউনূস প্রশাসন দাবি করল, সম্রাট নামের ওই যুবক সাম্প্রদায়িক কারণে মারা যাননি। তিনি দুষ্কৃতী হওয়ায় গণরোষের শিকার হয়েছেন। বিবৃতিতে লেখা, 'পুলিশের প্রতিবেদন এবং প্রাথমিক তদন্ত অনুসারে এটি প্রমাণিত যে, ঘটনাটি সাম্প্রদায়িক আক্রমণ ছিল না। বরং, চাঁদাবাজি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে সৃষ্ট সহিংসতা। অমৃত মণ্ডল (ওরফে সম্রাট) নামে একজন শীর্ষ পর্যায়ের অপরাধী হিসেবে চিহ্নিত নিহত ব্যক্তি চাঁদাবাজির টাকা দাবি করতে এলাকায় এসেছিলেন। স্থানীয় জনতার সঙ্গে সহিংস সংঘর্ষে তিনি প্রাণ হারান। রেকর্ড থেকে জানা যায় সম্রাট ২০২৩ সালে দায়ের করা হত্যা এবং চাঁদাবাজি সহ বেশ কয়েকটি গুরুতর মামলার একজন ওয়ান্টেড সন্দেহভাজন ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।'
বাংলাদেশে যখন এই রকম পরিস্থিতি তখন সব নজর এখন তারেক রহমানের দিকেই।বাংলাদেশে যখন এই রকম পরিস্থিতি তখন সব নজর এখন তারেক রহমানের দিকেই।তারেক রহমান বগুড়া ৬ আসনে ভোটারকার্ড সংগ্রহ করবেন। তিনি তাঁর বাবা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ভোট। সেই ভোটে বিএনপি একটি অত্যন্ত শক্তিশালী দল। জামাত ই ইসলামি কট্টরপন্থী ও পাকিস্তানপন্থী। এনসিপি ছাত্রদের একটি নতুন দল। একমাত্র বিএনপি বাংলাদেশে পরীক্ষিত রাজনৈতিক দল, যারা অতীতে সরকার চালিয়েছে। আজ বাংলাদেশে কী চলছে, সব তথ্য জানতে রইল LIVE।
বাংলাদেশে ন্যাশনাল হিন্দু মহাজোটের সদস্যরা ঢাকার ন্যাশনাল প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। বিক্ষোভে তাঁরা দীপু দাসের নির্মম হত্যার তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলতে থাকা নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, দীপু দাসের হত্যা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বাড়তে থাকা হিংসা ও নিরাপত্তাহীনতারই প্রতিফলন। তাঁদের অভিযোগ, একের পর এক হামলার ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ন্যাশনাল হিন্দু মহাজোটের নেতারা সরকারের কাছে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি, দেশের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। বিক্ষোভ চলাকালীন অংশগ্রহণকারীরা বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে আজ শুক্রবার সকাল থেকেই বাড়ির সামনে বিএনপি নেতা-কর্মীদের ভিড়। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো' সূত্রে খবর, সকালে তারেকের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির সামনে নেতাকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন। তাঁদের বক্তব্য, ঢাকায় গণসংবর্ধনায় তাঁরা অনেকেই তারেককে ভাল ভাবে দেখতে পাননি, তাই বাড়ির সামনে আসছেন।
BNP-এর দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে আজ শুক্রবার সকাল থেকেই তাঁর বাড়ির সামনেই আসছেন নেতা-কর্মীরা। গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির সামনে এই ভিড় হয়েছে।

অশান্ত বাংলাদেশে একদিকে যখন দক্ষ নেতার অভাব, অন্যদিকে দেখা যাচ্ছে চরম সাম্প্রদায়িক হিংসা। এরইমধ্যে তথ্য জানাচ্ছে, ঢাকার ১০ কিমি মূল এলাকার মধ্যে বাস করেন প্রায় ৯০ লক্ষ মানুষ। যা মুম্বইকেও চ্যালেঞ্জ করতে পারে।
ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের কাপড় কারখানায় কর্মরত হিন্দু যুবক দীপু দাসের হত্যার জন্য আরও ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনার মোট গ্রেফতারের সংখ্যা সংখ্যা এখন ১৮ জন। আসামীদের মধ্যে ৪ জন আদালতের সামনে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে।
বাংলাদেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় ঘনিয়ে এলেও নাটোরের দুটি আসনে দলীয় মনোনয়ন নিয়ে বিএনপির টানাপোড়েন থামেনি, জানাচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো।
কংগ্রেস নেতা উদিত রাজের প্রশ্ন, 'বাংলাদেশ কি আদৌ নিরপেক্ষ থাকবে? তারিক রহমান ফেরত আসার পর সংখ্যালঘু সংগঠনগুলির নিরাপত্তা থাকবে? জামাত এবং ISI-এর প্রভাব ক্রমশ বাড়ছে বাংলাদেশে।'
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ইস্যুতে CAA প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করল রাজ্য বিজেপি। বিজেপি এক্স হ্যান্ডেলে লিখল, 'আরও একজন হিন্দুকে গণপিটুনিতে হত্যা করল। যে CAA বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের ভারতে ঠাঁই দেবে ও নাগরিকত্ব দেবে, সেই CAA-র বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই স্বাভাবিক। উনি এসআইআর-এরও বিরোধিতা করছেন। বাংলাদেশি ও রোহিঙ্গা ভোটব্যাঙ্ক চলে যাবে যাবে, এই আশঙ্কায়।
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপ দাবি করল বিশ্বহিন্দু পরিষদ। ভিএইচপি নেতা বিনোদ বনসালের কথায়, বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে হিন্দুদের উপর যে হিংসা চলছে, তা গোটা বিশ্বের জন্য একটি বড় সতর্কবার্তা। এই ঘটনা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং মানবাধিকার ও সংখ্যালঘু সুরক্ষার প্রশ্নে আন্তর্জাতিক সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ। বিনোদ বনসাল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, যখন প্রকাশ্যে হিংসা ও নির্যাতনের ঘটনা ঘটছে, তখন বিশ্ব সংস্থাগুলির চুপ করে থাকা অত্যন্ত হতাশাজনক। তাঁর দাবি, এই পরিস্থিতিতে রাষ্ট্রসঙ্ঘের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত এবং নিরপেক্ষ তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
আরএলডি নেতা মালুক নাগর বলেছেন, বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে সব নাগরিককে একজোট হয়ে শক্ত প্রতিবাদ জানাতে হবে। তিনি বলেন, এই বিষয়টি কোনও রাজনৈতিক রঙে রাঙানো উচিত নয়, কারণ এটি মানবতা ও সংখ্যালঘু অধিকার রক্ষার প্রশ্ন। মালুক নাগরের মতে, দলমত নির্বিশেষে সবাইকে এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি রাজনৈতিক দলগুলির কাছে আবেদন জানিয়েছেন, যেন কেউ এই সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে। তাঁর বক্তব্য, এতে সমস্যার সমাধান তো হবেই না, বরং পরিস্থিতি আরও জটিল হতে পারে। কেন্দ্র সরকার বিষয়টি নিয়ে সম্পূর্ণ সচেতন রয়েছে এবং যা যা প্রয়োজন, সেই অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে।
বাংলাদেশের জাতীয় নির্বাচনে জামাত ই ইসলামির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের তৈরি দল এনসিপি (ন্যাশনাল সিডিজেন্স পার্টি)-র জোটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল খালেদা জিয়ার বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। সংবাদমাধ্যম 'প্রথম আলো' সূত্রের খবর, জামাত ও এনসিপি-র আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। কী ঘটতে চলেছে,তা দু-এক দিনের মধ্যেই পরিষ্কার হবে। প্রথমে এনসিপি-কে দেখা গেল বিএনপি-র সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী। শেষপর্যন্ত বোঝাপড়া হয়নি। তবে জামাতের সঙ্গে আসন সমঝোতা এখনও পর্যন্ত ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে খবর। আবার বিএনপি-র সঙ্গে জোটের রাস্তাও খোলা রাখছে এনসিপি। যার নির্যাস, তারেক রহমানের সঙ্গে এনসিপি-র নেতারা আলোচনার সময় চেয়েছেন। বস্তুত, বিএনপি-র সঙ্গেও অতীতে জামাত জোট গড়েছিল। শেখ হাসিনা সরকারকে হারাতে সেই জোট হয়েছিল।
বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে এবার সরব হলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপূর। ইনস্টাগ্রামে পোস্ট করে লিখলেন, 'বাংলাদেশে যা ঘটছে, তা নিছক অমানবিক। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা প্রকাশ্য নৃশংসতা, প্রকাশ্য হত্যালীলা। যদি এখনও এই নির্মম জনসমক্ষে পিটিয়ে মারার ঘটনার কথা না জেনে থাকেন, তবে জানুন। খবর পড়ুন, ভিডিও দেখুন, প্রশ্ন করুন। আর এসব দেখেও যদি আপনার মনে রাগ, যন্ত্রণা বা প্রতিবাদ না জাগে, তবে সেই উদাসীনতাই আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেবে। আমরা প্রায়ই পৃথিবীর অন্য প্রান্তের ঘটনায় আবেগে ফেটে পড়ি, অথচ আমাদের আশপাশেই যখন ভাই-বোনেরা পুড়িয়ে মারা হয়, তখন চুপ করে থাকি। এই দ্বিচারিতাই সবচেয়ে ভয়ঙ্কর। সাম্প্রদায়িক বৈষম্য ও চরমপন্থা, যে রূপেই হোক না কেন, আমরা ভুক্তভোগী হই বা অপরাধী, সব ক্ষেত্রেই তার বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলা দরকার। আমরা নিজেদের অজান্তেই এক অদৃশ্য বিভাজনের দুই পাশে দাঁড়িয়ে থাকা কিছু দাবার ঘুঁটির মতো হয়ে উঠছি। এটা বুঝতে হবে। জ্ঞান অর্জন করতে হবে, সচেতন হতে হবে, যাতে নিরপরাধ মানুষের প্রাণহানির বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি। নীরবতা নয়, মানবিকতাই হোক আমাদের পরিচয়।'

বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন তারা।
আজ শুক্রবার দুপুর ২টো নাগাদ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তিনি মুক্তিযুদ্ধের শহিদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করবেন।
শরিফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ওঠা অভিযোগের প্রেক্ষিতে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ভারত। এই ঘটনার জেরে বাংলাদেশে ভারত-বিরোধী মনোভাব নতুন করে মাথাচাড়া দিয়েছে বলে মনে করা হচ্ছে, যার ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও বাড়তি চাপ তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা জরুরি এবং প্রকৃত সত্য সামনে আনা দরকার। কূটনৈতিক মহলের মতে, হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে অভিযোগ ও পাল্টা অভিযোগ উঠছে, তা জনমনে বিভ্রান্তি তৈরি করছে এবং সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করছে।
শনিবার বগুড়া-৬ কেন্দ্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তারেক রহমান। এর মাধ্যমে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার স্পষ্ট বার্তা দিলেন তিনি। দলীয় সূত্রের খবর, আজ অর্থাত্ শুক্রবারই তিনি নিজেকে বাংলাদেশি ভোটার হিসেবে নথিভুক্ত করবেন এবং সেদিনই ভোটার পরিচয়পত্র হাতে পাওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি জাতীয় শহিদ স্মৃতিসৌধে যাওয়ারও কর্মসূচি রেখেছেন তারেক। সাভারে অবস্থিত ওই স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। দীর্ঘদিন পর তারেক রহমানের এই রাজনৈতিক তৎপরতা বিএনপি-র অন্দরমহলে নতুন উৎসাহ তৈরি করেছে। দলীয় নেতৃত্বের মতে, নির্বাচনের আগে তাঁর মাঠে নামা দলকে সাংগঠনিকভাবে আরও সক্রিয় করবে এবং সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা জোগাবে।
প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত বীণা সিক্রি মনে করছেন, দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তাঁর মতে, তারেকের প্রত্যাবর্তনে বিএনপি নতুন করে শক্তি পাবে এবং দলটির প্রতি সাধারণ মানুষের সমর্থন বাড়তে পারে। অতীতে বিভিন্ন সরকারের সময় তারেক রহমানের বিদেশযাত্রা ও রাজনৈতিক গতিবিধির উপর কঠোর নজরদারি ছিল বলেও তিনি উল্লেখ করেছেন। বীণা সিক্রির বক্তব্য অনুযায়ী, বিএনপি-র রাজনীতিতে তারেক রহমান বরাবরই গুরুত্বপূর্ণ মুখ। তিনি সক্রিয় হলে দলের সংগঠন আরও চাঙ্গা হতে পারে এবং মাঠের রাজনীতিতে তার প্রভাব স্পষ্ট হবে। বিশেষ করে আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নিজেদের অবস্থান মজবুত করার সুযোগ পেতে পারে। অন্যদিকে, জামাত ই ইসলামির অবস্থান নিয়ে এখনও স্পষ্টতা নেই বলে মনে করছেন প্রাক্তন রাষ্ট্রদূত। তাঁর মতে, এই মুহূর্তে জামাত সরাসরি বিএনপির পাশে দাঁড়াতে আগ্রহী নয়। বরং তারা অন্যান্য ইসলামপন্থী দলগুলিকে একত্রিত করে আলাদা একটি জোট গড়ার ইঙ্গিত দিচ্ছে।
বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে 'অকথ্য নির্যাতন' করছে মহম্মদ ইউনূস সরকার। এই অভিযোগ করলেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগ নেত্রী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারই মুখ খোলেন। সেখানে তিনি অন্তবর্তী ইউনূস সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন। তিনি বলেন, 'অকথ্য অত্যাচার' চলছে সংখ্যালঘুদের উপর।