scorecardresearch
 

Pori Moni: বাস্তবের পরীকে বাঁচাতে ময়দানে নায়কের এন্ট্রি, মামলা লড়ছেন এই অভিনেতা

মাদক মামলায় অভিনেত্রী পরীমনি গ্রেফতার হওয়ার পর তাঁকে নিয়ে গান বেঁধেছিলেন সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। নিজের ভেরিফায়েড অফিসিয়াল ইউটিউবে গানটি প্রকাশও করেন তিনি। পরীমনিকে নিয়ে তাঁর গাওয়া গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়। তাঁর গানের মূল বিষয়ই ছিল, বাস্তবের পরীমনিকে বাঁচাতে কোনও নায়ক ছুটে এল না। তবে ধীরে হলেও পরীমনিকে নিয়ে মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশের শিল্পী সমাজ। আর এবার পরীমনির মামলা লড়তে এবার এগিয়ে এলেন ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়র আমান রেজা।

Advertisement
 পরীমনিকে নিয়ে  মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশের শিল্পী সমাজ পরীমনিকে নিয়ে মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশের শিল্পী সমাজ
হাইলাইটস
  • পরীমনিকে নিয়ে মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশের শিল্পী সমাজ
  • পরীমনিকে নিয়ে নিয়মতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন তসলিমা নাসরিন
  • এবার তাঁকে বাঁচাতে এন্ট্রি হল নায়কের

মাদক মামলায় অভিনেত্রী পরীমনি গ্রেফতার হওয়ার পর তাঁকে নিয়ে গান বেঁধেছিলেন সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস।  নিজের ভেরিফায়েড অফিসিয়াল ইউটিউবে গানটি প্রকাশও করেন তিনি।  পরীমনিকে নিয়ে তাঁর গাওয়া গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়। তাঁর গানের মূল বিষয়ই ছিল, বাস্তবের পরীমনিকে বাঁচাতে  কোনও নায়ক ছুটে এল না। 

 

 

তবে ধীরে হলেও পরীমনিকে নিয়ে  মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশের শিল্পী সমাজ। পরীমনিকে নিয়ে নিয়মতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন তসলিমা নাসরিন। অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন প্রখ্যাত লেখক আব্দুল গফ্ফর চৌধুরী। বাংলাদেশের সিটি ব্যাঙ্কের এমডি মাসরুল আরেফিনও পরীমনি মামলায় উদ্বেগ প্রকাশ করেছেন। নিজের কলামে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী বাঁধন। ফেসবুকে শুরু হয়েছে 'জাস্টিস ফর পরীমণি' ক্যাম্পেইন। আর এর মাঝেই পরীমনির মামলা লড়তে এবার এগিয়ে এলেন ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়র আমান রেজা।

 

 

পরীমনির হয়ে কারা মামলা লড়ছেন?
পরীমনির পক্ষে আদালতে লড়ছে আইনজীবী মুজিবর রহমান অ্যাসোসিয়েটস।  সেই মুজিবর রহমানের দলের প্রধান তিন সহকারী আইনজীবীর অন্যতম হলেন ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক আমান রেজা। গত শুক্রবার আদালতে পরীমনির জামিন শুনানিতে ছিলেন আমান রেজা। অভিনেত্রীর হয়ে মামলা লড়া  প্রধান আইনজীবী মুজিবর রহমানের দলের আট সদস্যের একজন আমান রেজা।  পরে আমান রেজা সংবাদমাধ্যমকে বলেন, নায়কের কাজই তো নায়িকার পাশে দাঁড়ানো। সহকর্মী ও সহযোদ্ধার জন্য লড়তে পারাটা দায়িত্বের পাশাপাশি এক রকম তৃপ্তিরও। 

 

রেজা জানিয়েছেন, এর আগেও চলচ্চিত্রবিষয়ক কয়েকটি মামলায় তিনি লড়েছেন।  সেখানে শুধু পেশাগত দায়িত্ব নয়, চলচ্চিত্রের প্রতি এক রকম দায়বোধের ব্যাপারও কাজ করেছে।  পরীমনির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারেননি।  তবে এবার থেকে শুনানিতে নিয়মিত থাকার চেষ্টা করবেন। এর আগে সর্দার সানিয়াত, অনন্য মামুন, লামিয়া মিমো, লিনা, ফখরুল আরেফিন খানের আইনজীবী হিসেবে কাজ করেছেন আমান রেজা। এছাড়াও লাইভ টেকনোলজি'র আইনি পরামর্শক ও আইনজীবী হিসেবে নিযুক্ত রয়েছেন। পরীমণির জামিন পাওয়া না পাওয়া প্রসঙ্গে আমান বলেন, 'তিনি যদি দোষী না হন তাহলে জামিন আজ হোক কাল হোক পাবেনই। আমরা আমাদের আইনি প্রক্রিয়া যথার্থভাবে চালিয়ে যাচ্ছি।'

Advertisement

কে এই অভিনেতা?
আমান রেজা হলেন বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা ও আইনজীবী। আমান রেজা চলচ্চিত্রে এসেছেন অনেকটা হঠাৎ করেই।  তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে এলএলএম পড়ছেন। তার বাবা আবু নাসের একজন ব্যবসায়ী। মা জাহানারা বেগম অবসরপ্রাপ্ত জেলা জজ।  মালয়েশিয়ায় তার নিজস্ব ব্যবসা রয়েছে, বাংলাদেশে আইন ব্যবসায়েও নিজেকে জড়িত করতে আগ্রহী।  ২০০৮ সালে ফটোগ্রাফার এল কে লিটনের মাধ্যমে প্রযোজক গোলাম মোরশেদের সঙ্গে পরিচয় হয় আমান রেজার। তারপর পরিচালক হাফিজ উদ্দিনের ‘সেই তুফান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। প্রথম অভিনীত সিনেমা ‘সেই তুফান’ হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ‘ভালোবাসার শেষ নেই’। ২০১৩ সাল পর্যন্ত প্রায় ২৯টি চলচ্চিত্রে অভিনয় করলেও মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ১২টি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- চালবাজ, স্টোরি অব সামারা, প্রেমী ও প্রেমী, প্রেমিক নাম্বার ওয়ান, বাজারের কুলি, বস্তির ছেলে কোটিপতি, কাজের মানুষ নায়ক।

 

Advertisement