দুজনেই প্রাক্তন। কিন্তু তাও বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে পাওয়ার আশা এখনও সম্পূর্ণভাবে ছাড়েননি অভিনেতার দুই প্রাক্তন স্ত্রী। শাকিবের দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও বুবলী। আর দুজনেই বাংলাদেশী সুপারস্টারকে নিয়ে টানাটানি করে যাচ্ছেন। সম্পর্ক নিয়ে টালমাটাল অবস্থা এই তিন জনের। তবু সম্পর্কেই রয়েছেন বলে দাবি নায়কের দুই স্ত্রীর। শাকিবকেও কখনও দেখা যায় অপু বিশ্বাসের সঙ্গে আবার কখনও তাঁকে দেখা যায় বুবলীর সঙ্গে। এবার দ্বিতীয় স্ত্রী ও সন্তানকে নিয়ে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন শাকিব।
ক'দিন ধরেই শোনা যাচ্ছিল যে শাকিব ও অপুর মধ্যে ঘনিষ্ঠতা নাকি বাড়ছে। একে-অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। তবে এবার বড়সড় চাল চাললেন শাকিবের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী বুবলী। আমেরিকায় ছেলে বীর ও বুবলিকে নিয়ে ছুটি কাটাচ্ছেন বাংলাদেশী সুপারস্টার। শুধু তাই নয়, এই ছবিগুলোতে শাকিব ও বুবলীর আদুরে মুহূর্তও ধরা পড়ল। বুবলীকে উষ্ণ পরশে আলিঙ্গন করছেন শাকিব। সোশ্যাল মিডিয়ায় এই ছবি এখন ভাইরাল। তাহলে কি অপুকে ভুলে ফের বুবলীর কাছেই ফিরলেন সুপারস্টার?
শাকিবের দুই স্ত্রী। আর দুজনের সঙ্গেই বিচ্ছেদ হয়ে গিয়েছে শাকিবের। দুই পক্ষের দুটি ছেলে রয়েছে সুপারস্টারের। ছেলেদের সঙ্গে সময় কাটাতে ভালোই বাসেন শাকিব। যদিও বুবলীকে নিয়ে সেভাবে শাকিব প্রকাশ্যে কোনও কথাই সেভাবে বলতে চাননি। বরং বলেছেন তাঁর সঙ্গে বুবলীর কোনও সম্পর্ক নেই। অপরদিকে, বুবলীও শাকিবকে নিয়ে সরব হয়েছেন। আর তার মাঝেই আমেরিকায় শাকিব-বুবলীর একান্তে সময় কাটানোর ছবি শোরগোল ফেলেছে ঢালিউডে। ছেলে শেহজাদ খান বীর ও শাকিবকে নিয়ে আমেরিকায় একান্তে ছুটি কাটাচ্ছেন বুবলী। সেখান থেকে একগুচ্ছ ছবি দিয়েছেন বুবলী। কখনও শাকিবের সঙ্গে হাত ধরে হাঁটছেন, কখনও তিন জনে ঘুরছেন, কখনও আবার বুবলীকে উষ্ণ আলিঙ্গন করছেন শাকিব। প্রতিটি ছবিতেই সুখী দাম্পত্যের ঝলক। বুবলি সেই ছবি শেয়ার করে লিখেছেন, আমেরিকার ভালবাসাময় জীবন।
গত বছর শোনা গিয়েছিল, তৃতীয়বার বিয়ে করছেন শাকিব। সুপারস্টারের পরিবার চাইছে দুই প্রাক্তনকে ভুলে নতুন করে সংসার করুক শাকিব। পাত্রীও নাকি খোঁজা হচ্ছিল। বিয়ের জন্য সম্মতিও দেন শাকিব। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, অভিনেতা নিজেও নাকি দুই প্রাক্তন স্ত্রীকে নিয়ে বিরক্ত। যদিও সন্তানদের কথা ভেবে বরাবরই নীরব থাকেন শাকিব। কিন্তু এরপর আর কোনও কথাবার্তাই শোনা যাচ্ছে না। বরং শাকিব ও বুবলীর ভাঙা দাম্পত্য আবার জোড়া লাগতে চলেছে কিনা, তা নিয়েই চলছে জল্পনা কল্পনা।