বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন ইতিমধ্যেই এ দেশেও জনপ্রিয়তা কুড়িয়েছেন তাঁর হিন্দি সিনেমা 'খুফিয়া'তে। ২০২৩ সালের এই ছবিতে তাব্বু একাই শুধু প্রশংসিত হয়নি, বরং বলিউড অভিনেত্রীর সঙ্গে কিসিং সিন করে রাতারাতি লাইমলাইট কেড়ে নিয়েছিলেন আজমেরি হক বাঁধন। সেই চুম্বনদৃশ্য রীতিমতো সাড়া ফেলেছিল দর্শকমহলে। দুবছর পর খুফিয়ার সেই স্মৃতি হাতড়ে বাঁধন জানালেন এই ছবিতে তিনি কেন কাজ করতে রাজি হন।
এই ছবির পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে বাঁধনের এক কথোপকথন অভিনেত্রী সম্প্রতি শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে পরিচালক বাঁধনকে জিজ্ঞাসা করছেন, সব অভিনেত্রী যখন এই ছবি করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তখন তুমি এই সিনেমা করতে রাজি হলে কেন? আজমেরি হেসে পরিচালকে বলেন, স্যার, তাব্বুকে চুমু খাওয়ার সুযোগ কে ছাড়বে? এই উত্তর পেয়ে পরিচালক ও বাঁধন দুজনেই খুব হেসেছিলেন। তবে এরপরই বাঁধন বলেন, সত্যি বলতে আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ হারাতে চাইনি। আমি একজন শিল্পী, আমার কোনও ভয় বা সীমারেখা থাকা উচিত নয়, আমার চরিত্রটা ভাল লেগেছিল।
প্রসঙ্গত, বাঁধন এই ছবিতে RAW-এর এজেন্ট চরিত্রে অভিনয় করেছিলেন। ২০২৩ সালে প্রথমবার বাঁধন এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করেছিলেন। তাব্বুর সঙ্গে কিসিং দৃশ্যে অভিনয় করার পর নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েছিলেন বাঁধন। বিশাল ভরদ্বাজ অভিনেত্রীকে এরপর প্রশ্ন করেন যে বাংলাদেশের সব অভিনেত্রীরাই এই সিনেমায় অভিনয় করতে না করে দেন। অনেকেই জামাত শব্দের বিরোধিতা যেমন করেন তেমনই অনেকে চুম্বন দৃশ্যে অভিনয় করতে চাননি। বাঁধন তুমি এই ঝুঁকিটা কেন নিলে? বাংলাদেশী অভিনেত্রী বলেন, স্যর, সমকামের আমি ভয় পাই না। আমি মনে করি, সকলের নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। আমি আমার দেশকে ভালবাসি। চাই না, জামাত বা মৌলবাদীরা আমার দেশে আধিপত্য গড়ে তুলুক। এরপর বিশাল ভরদ্বাজ বাঁধনের প্রশংসা করে জানান যে তিনি এই চরিত্রের জন্য যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছেন। পরিচালক নিজেও খুব খুশি বাঁধনের সঙ্গে কাজ করে।
যদিও সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট শেয়ার করায় অনেক নেটিজেনই তা ভালভাবে নিতে পারেননি। কেউ কেউ বাঁধনের সমালোচনা করলেও অনেকেই তাঁকে এই সিনেমায় অভিনয়ের জন্য সাধুবাদ জানিয়েছেন।