Eamin Haque Bobby: নেবুলাইজার নিয়ে শয্যাশায়ী, গুরুতর অবস্থা বাংলাদেশের জনপ্রিয় নায়িকার

Eamin Haque Bobby Health Update: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ইয়ামিন হক ববি। ক্ষণে ক্ষণেই নিতে হচ্ছে নেবুলাইজার। তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা। সংবাদমাধ্যম সূত্রে খবর, শুটিং করতে করতে আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তাই শুটিং থামিয়ে তড়িঘড়ি তাঁকে ঢাকায় পাঠানো হয়।

Advertisement
নেবুলাইজার নিয়ে শয্যাশায়ী, গুরুতর অবস্থা বাংলাদেশের জনপ্রিয় নায়িকারহাসপাতালে ভর্তি ইয়ামিন হক ববি (ছবি: সোশ্যাল মিডিয়া)
হাইলাইটস
  • গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ইয়ামিন হক ববি
  • তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা
  • সংবাদমাধ্যম সূত্রে খবর, শুটিং করতে করতে আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী

Eamin Haque Bobby Not Well: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ইয়ামিন হক ববি। ক্ষণে ক্ষণেই নিতে হচ্ছে নেবুলাইজার। তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা। সংবাদমাধ্যম সূত্রে খবর, শুটিং করতে করতে আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তাই শুটিং থামিয়ে তড়িঘড়ি তাঁকে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসক পরে জানান অভিনেত্রী নিউমোনিয়ায় আক্রান্ত। আপাতত স্থিতিশীল আছেন তিনি।

গত ১৬ জানুয়ারি থেকে ‘মেঘ কন্যা’ নাম একটি ছবির শুটিং করছিলেন অভিনেত্রী। বরিশালের উলানিয়া দ্বীপে শুটিং করার সময় থেকে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। বুকে ব্যথা, কাশির মতো সমস্যায় ভুগতে থাকেন। আচমকা তা বাড়াবাড়ির পর্যায় পৌঁছলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করেন। আপাতত ১০ দিন বিশ্রামেই থাকবেন তিনি।

অভিনেত্রী নিজেই জানান, 'জ্বর, কাশি, মাথাব্যথা যখন হয়েছিল বরিশালে চিকিৎসকের কাছে গেছিলাম। বাড়াবাড়ি হলে ২১ জানুয়ারি ঢাকায় চলে আসি। তারপর টেস্ট করলে নিউমনিয়া ধরা পড়ে। তবে, মাঝেমাঝে নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে।' শারীরিক অসুস্থতার জন্য ঠিকঠাক খাওয়া দাওয়াও করতে পারছেন না বলে জানান অভিনেত্রী। তাঁর অসুস্থতায় উদ্বিগ্ন অনুরাগীরা।

POST A COMMENT
Advertisement