scorecardresearch
 

Jaya Ahsan: খোলা আঁচলে শরীরী আবেদন, রাজা রবি বর্মার 'ছবি'তে সাহসী জয়া

Jaya Ahsan: বয়স চল্লিশের কোঠা পেরিয়েছে অনেক আগেই। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই। তাঁর যৌবন পুরুষ হৃদয়ের ঘুম ওড়াতে সিদ্ধহস্ত। তাঁর জনপ্রিয়তা দুই বাংলাতেই। কথা হচ্ছে অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে। এই বয়সেও তাঁর টানটান ফিগার রীতিমতো ঈর্ষা জাগাবে অন্য নায়িকাদের মনে।

Advertisement
জয়া আহসানের সাহসী লুকস জয়া আহসানের সাহসী লুকস
হাইলাইটস
  • কিছুদিন আগেই বাঙালির ঐতিহ্যশালী জামদানি শাড়িতে মর্ডান টুইস্ট দিতেই জয়ার উপর চটেছিলেন বাংলাদেশীরা।

বয়স চল্লিশের কোঠা পেরিয়েছে অনেক আগেই। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই। তাঁর যৌবন পুরুষ হৃদয়ের ঘুম ওড়াতে সিদ্ধহস্ত। তাঁর জনপ্রিয়তা দুই বাংলাতেই। কথা হচ্ছে অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে। এই বয়সেও তাঁর টানটান ফিগার রীতিমতো ঈর্ষা জাগাবে অন্য নায়িকাদের মনে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই জয়া তাঁর ছবি ও ব্যক্তিগত মুহূর্তগুলি শেয়ার করে থাকেন। সম্প্রতি জয়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে তাঁকে দেখে ঘুম উড়ছে নেটিজেনদের।   

হলুদ জারদৌসি ব্লাউজ, সঙ্গে বেগুনি শাড়ি। আঁচল নামানো বুকের ওপর থেকে, উন্মুক্ত বক্ষযুগলের পাশাপাশি জয়ার খোলা পেট থেকে আপনার নজর একেবারে নড়বে না। এই পোশাকের সঙ্গে হলুদ রঙের চুড়ি, গয়না, মাথায় টায়রা ও নাকে নোলক অভিনেত্রীর লুকসকে একেবারে অন্য মাত্রা দিয়েছে। জয়ার এই স্টাইল একেবারে অন্যরকম। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে। এমনিতেই অভিনেত্রী নিজের স্টাই নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোইবাসেন। তবে জয়ার এই লুকসের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

একগুচ্ছ ছবি ভাগ করে অভিনেত্রী লিখেছেন, পুরোনো চিত্রকর্ম এই সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে যার চিত্রকর্ম থেকে অনুপ্রেরণা পেয়েছেন তিনি বিখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মা। ভারতীয় ইতিহাস ধরে রেখে তিনি ইউরোপীয় ধাঁচে চিত্র এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। জয়ার ছবিতেও আছে সেই ধাঁচ।

Advertisement

কিছুদিন আগেই বাঙালির ঐতিহ্যশালী জামদানি শাড়িতে মর্ডান টুইস্ট দিতেই জয়ার উপর চটেছিলেন বাংলাদেশীরা। মুম্বইয়ের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলেন জয়া। সেখানে আধুনিকভাবে জামদানি শাড়ি পরে বিতর্কে জড়ান জয়া। আসলে বাংলাদেশের ঐতিহ্যময় শাড়িগুলির মধ্যে অন্যতম হল ঢাকাই জামদানি। আর সেই শাড়িকেই জয়া পরেছিলেন মারাঠিদের ধুতি স্টাইলে। আর সেই ছবি পোস্ট করতেই জয়াকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। অনেকেই লেখেন জামদানি শাড়ির সম্মান নষ্ট করেছেন অভিনেত্রী।  সেই রেশ কাটতে না কাটতেই ফের আবেদনময়ী রূপে সমাজ মাধ্যমে ঝড় তুললেন জয়া। 

আরও পড়ুন

প্রসঙ্গত, ফিল্মফেয়ার ওটিটি-র মঞ্চে ঢাকাই জামদানির ঐতিহ্য তুলে ধরতে গিয়ে দেশের সংস্কৃতির মর্যাদা রক্ষা না করতে পারার অভিযোগ উঠেছিল জয়ার বিরুদ্ধে। তবে এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে। মাঝে মাঝেই জয়াকে দেখা যায় তাঁর বাগানের সবজি তুলতে। তিনি বাড়িতে থাকলে পরিবার ও তাঁর সবজি বাগানে সময় কাটাতে বেশি ভালোবাসেন। অভিনেত্রী হিসাবে জয়া অসামান্য। তাঁর অভিনয় বরাবরই প্রশংসার যোগ্য। পরিচাবক সুমন মুখোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা সিনেমাটি রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই গুরুত্বপূর্ণ উৎসবে। এই সিনেমায় আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে জয়া আহসানকে।     

Advertisement