
দুই বাংলাতেই সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলাদেশী নায়িকা নুসরত ফারিয়া। রবিবার ঢাকার বিমানবন্দর থেকে খুনের মামলা গ্রেফতার করা হয় নায়িকাকে। এরপরই নুসরতকে নিয়ে চর্চা শুরু। তবে নুসরত ফারিয়া শিরোনামে আসেন শ্যাম বেনেগালের ছবি মুজিব: দ্য মেকিং অফ নেশন ছবিতে কাজ করে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরত।
শ্যাম বেনেগালের ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে পেরে রীতিমতো আপ্লুত ছিলেন অভিনেত্রী। সেই সময় নুসরত এই ছবির প্রচারের সময় বলেছিলেন, আমাদের প্রত্যেকটা বাংলাদেশের মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। সেই সময় নুসরত হাসিনার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। কিন্তু পরে বাংলাদেশে কোটা আন্দোলনের সময় সেই ছবি নিয়ে কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। নেটিজেনদের ট্রোলের মুখে বাধ্য হয়ে হাসিনার সঙ্গে সেই ছবি সরিয়ে দিতে বাধ্য হন নুসরত।
চট্টগ্রামে নুসরতের জন্ম হলেও বেড়ে উঠেছেন ঢাকার ক্যান্টনমেন্টে। নুসরতের ভাই সেনাবাহিনীর কর্মকর্তা। ২০২১ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে গ্র্যাজুয়েট হন নায়িকা। ছোটবেলায় নুসরত নিজেও সৈনিক হতে চাইতেন কিন্তু পরে তিনি বিনোদন জগতে প্রবেশ করেন। পর্দার হাসিনার মিডিয়ায় পথচলা শুরু হয় আরজে হিসেবে। এরপর জনপ্রিয়তা পান উপস্থাপনায়। ‘লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া’, ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’, ‘লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার’ ও রেডিও ফুর্তির ‘নাইট শিফট উইথ ফারিয়া’— এসব অনুষ্ঠানের মাধ্যমে তিনি হয়ে উঠেন টেলিভিশন স্ক্রিনের এক পরিচিত মুখ।
বাংলাদেশের পাশাপাশি নুসরত এপার বাংলাতেও বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত বাংলা ছবিগুলো বেশ হিট। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক অভিনেত্রীর। জিতের সঙ্গে বস ২, বাদশা-দ্য ডন ও অঙ্কুশ হাজরার সঙ্গে বিবাহ অভিযান ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান নায়িকা। এরপর শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব: দ্য মেকিং অফ আ নেশন' ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে নজর কাড়েন বাংলাদেশী এই অভিনেত্রী ৷ ২০২৩ সালে এই ছবি মুক্তি পায়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পর্দার শেখ হাসিনাও দেশ ছাড়ছিলেন। তবে হাসিনা ভারতে আশ্রয় নিলেও নুসরত ফারিয়ার গন্তব্য ছিল থাইল্যান্ডে।
রবিবার থাইল্যান্ড যাওয়ার পথেই গ্রেফতার হন নুসরত। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেদিন থেকে আজ পর্যন্ত ভারতেই রয়ছেন আওয়ামী লিগের নেত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে।
সেই আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি খুনের চেষ্টার মামলা থাকায় গ্রেফতারি পরোয়ানা ছিল ঢালিউড অভিনেত্রী তথা পর্দার হাসিনা নুসরত ফারিয়ার বিরুদ্ধে। ওই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার তাঁকে বাংলাদেশের আদালতে তোলা হলে ঢাকাই নায়িকার ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।