Nusrat Faria: নুসরত ফারিয়ার কী হয়েছে? জেল থেকে বেরিয়ে পোস্ট করলেন বাংলাদেশি নায়িকা

Nusrat Faria: একরাত জেলে কাটিয়ে মঙ্গলবার দিনই জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশী নায়িকা নুসরত ফারিয়া। রবিবার ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় নায়িকাকে। গত বছর ঢাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement
নুসরত ফারিয়ার কী হয়েছে? জেল থেকে বেরিয়ে পোস্ট করলেন বাংলাদেশি নায়িকানুসরত ফারিয়া
হাইলাইটস
  • একরাত জেলে কাটিয়ে মঙ্গলবার দিনই জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশী নায়িকা নুসরত ফারিয়া।

একরাত জেলে কাটিয়ে মঙ্গলবার দিনই জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশী নায়িকা নুসরত ফারিয়া। রবিবার ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় নায়িকাকে।  গত বছর ঢাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়। সেই মামলায় সোমবার তাঁর ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে মঙ্গলবারই তিনি মুক্তি পান। আর জেল থেকে ছাড়া পেয়েই নুসরত তাঁর সোশ্যাল মিডিয়া পেজে সকলকে ধন্যবাদ জানাতে ভোলেননি। 

তিনি তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বলেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যাঁরা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে। নুসরত আরও জানান যে তিনি জীবনের সবচেয়ে খারাপ সময় পার করে এসেছেন। তিনি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন তবে এই খারাপ সময়ে সবাই যে নুসরতের পাশে ছিলেন তাঁর জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ঢাকাই নায়িকা বলেন যে এই সময় তাঁর এই সমর্থনটা খুবই দরকার ছিল। 

ছবি সৌজন্যে: ফেসবুক

রবিবার থাইল্যান্ডে যাওয়ার পথে গ্রেফতার হন নুসরত। গত বছর জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের অনেক শিল্পীই সরব হয়েছিলেন। তাঁদের অনেকেই নুসরতের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছিলেন। প্রসঙ্গত, সোমবার নুসরতের জেল হেফাজতের নির্দেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তবে মঙ্গলবারই আদালতে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। শুনানির সময় নুসরতের আইনজীবী জানান, যে সময়ের ঘটনা উল্লেখ করে অভিযুক্ত করা হয়েছে নুসরতকে, সে সময় দেশেই ছিলেন না অভিনেত্রী। নিজের বক্তব্যের সপক্ষে সমস্ত নথি প্রমাণ জমা দিয়েছেন আইনজীবী। তার পরেই অভিনেত্রীর জামিন মঞ্জুর করা হয়। 

বাংলাদেশের এক সংবাদমাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, ণঅভ্যুত্থান চলাকালীন গত বছর ১৯ জুলাই ঢাকার ভাটারা অঞ্চলে গুলিবিদ্ধ হন এনামুল হক নামের ব্যক্তি। গত ৩ মে ওই ব্যক্তি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই দিনই মামলার বয়ান রেকর্ড করা হয়। এই ঘটনার প্রেক্ষিতেই নায়িকাকে গ্রেফতার করে পুলিশ। বাংলাদেশ সহ টলিউডেরও খুব চেনা মুখ নুসরত। জিৎ-অঙ্কুশের নায়িকা হয়েছিলেন এই ঢাকাই অভিনেত্রী।  

Advertisement

POST A COMMENT
Advertisement