Pori Moni: ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি পরীমণি, কী হল নায়িকার?

Pori Moni: দুদিন আগই বাংলাদেশী নায়িকা পরীমণি জানিয়েছিলেন যে তাঁর ছেলে রাজ্যর ধুম জ্বর। আর তাকে নিয়ে ঢাকাই নায়িকা বেশ উদ্বিগ্নও ছিলেন। এবার সন্তান-সহ হাসপাতালে ভর্তি পরীমণি।

Advertisement
ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি পরীমণি, কী হল নায়িকার?হাসপাতালে ভর্তি পরীমণি
হাইলাইটস
  • দুদিন আগই বাংলাদেশী নায়িকা পরীমণি জানিয়েছিলেন যে তাঁর ছেলে রাজ্যর ধুম জ্বর।

দুদিন আগই বাংলাদেশী নায়িকা পরীমণি জানিয়েছিলেন যে তাঁর ছেলে রাজ্যর ধুম জ্বর। আর তাকে নিয়ে ঢাকাই নায়িকা বেশ উদ্বিগ্নও ছিলেন। এবার সন্তান-সহ হাসপাতালে ভর্তি পরীমণি। বাংলাদেশের সংবাদপত্রগুলো থেকে পাওয়া খবর অনুযায়ী, আচমকাই শরীর খারাপ হয় পরীর, তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

বাংলাদেশের সংবাদপত্রের খবর অনুযায়ী, পরীমণি শ্বাসকষ্টে ভুগছেন। সঙ্গে জ্বরও আছে তাঁর। ছেলে পুণ্যরও জ্বর। তীব্র শ্বাসকষ্টের সমস্যার কারণে নির্দিষ্ট সময় পরপর পরীকে নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক। সূত্রের খবর, নায়িকার শ্বাসকষ্টের সমস্যা কমলেও জ্বর এখনও রয়েছে। শরীরে ব্যথাও আছে। তাই চিকিৎসকের পরামর্শে আরও কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে নায়িকাকে। নিজের অবস্থার কথা একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন পরীমণি। লিখেছেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’

কিছুদিন আগেই পরীমণি তাঁর ছেলে রাজ্যের জন্মদিন রাজকীয়ভাবে পালন করেন। সেই জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। আর সেই ভিডিওতে পরী ও তাঁর ছেলেকে নিয়ে খারাপ মন্তব্য আসতেই রেগে লাল হন পরী। সেই সময় ছেলের ১০২ জ্বরের কথাও সোশ্যাল মিডিয়ায় জানান তিনি। পরীমণি অভিনয় নিয়ে যতটা সমালোচনায় থাকেন, তার থেকে অনেক বেশি চর্চায় থাকে নায়িকার প্রেম, বিয়ে, সম্পর্কে।

মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পরেন পরী। প্রসঙ্গত, কিছুদিন আগে দেশে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য দেখে প্যানিক অ্যাটাকের শিকার হন পরীমণি। তারপর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেন এই অভিনেত্রী। এরই মধ্যে ফের অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন তার ভক্ত-অনুরাগীরা। বাংলাদেশের পাশাপাশি টলিউডেও দারুণ জনপ্রিয় পরীমণি। তাঁর জনপ্রিয়তা এপার বাংলাতেও কম কিছু নয়। টলিউডেও ডেবিউ করেছেন পরী।     

 

Advertisement

POST A COMMENT
Advertisement