Pori Moni: জন্মদিনের আগেই সারপ্রাইজ পেলেন পরীমণি, কত বয়স হবে নায়িকার?

Pori Moni: আর তিনদিন পরই বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণির জন্মদিন। আর জন্মদিনের আগেই দারুন সারপ্রাইজ পেলেন নায়িকা। আসলে নিজের জন্মদিন নিয়ে সেভাবে পরী মাতামাতি না করলেও, তাঁর আশপাশের মানুষজন তাঁর জন্মদিন পালনের জন্য মুখিয়ে থাকেন।

Advertisement
জন্মদিনের আগেই সারপ্রাইজ পেলেন পরীমণি, কত বয়স হবে নায়িকার?পরীমণি
হাইলাইটস
  • আর তিনদিন পরই বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণির জন্মদিন।

আর তিনদিন পরই বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণির জন্মদিন। আর জন্মদিনের আগেই দারুন সারপ্রাইজ পেলেন নায়িকা। আসলে নিজের জন্মদিন নিয়ে সেভাবে পরী মাতামাতি না করলেও, তাঁর আশপাশের মানুষজন তাঁর জন্মদিন পালনের জন্য মুখিয়ে থাকেন। আর এই বছরের জন্মদিনে তিনি যেহেতু বাংলাদেশে থাকবেন না তাই আগেই পরীর এই বিশেষ দিন উদযাপন হল একেবারে অন্যরকমভাবে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি। 

জন্মদিনে দেশে থাকবেন না পরী। কিন্তু তা বলে তাঁর বিশেষ দিন উদযাপন হবে না, তা কী করে হয়। পরীর কাছের এক ভাই তাই নায়িকাকে সারপ্রাইজ বার্থডে ট্রিট দিলেন। মেকআপ আর্টিস্ট অর্ক পরীর একেবারে পরিবারের মতোই। জন্মদিনে এত এলাহি বন্দোবস্ত দেখে রীতিমতো আবেগঘন হয়ে পড়লেন পরী। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করলেন নায়িকা। 

সাদা রঙের কেক। যার ওপরে লেখা হ্যাপি বার্থডে পরীমণি আপু। চারদিকে মোমবাতি জ্বলছে। আর পরীর পরনেও শ্বেতশুভ্র পোশাক, খোঁপায় বেল ফুলের মালা। স্নিগ্ধ লাগছে পরীকে। ভাই অর্ক সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে কেক কাটলেন ঢাকাই নায়িকা। তুললেন ছবিও। ভাবেননি তাঁর জন্য এত আয়োজন হবে। নায়িকা লেখেন, “২৪ অক্টোবর আমার জন্মদিন। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেলল অর্ক। কারণ আমি এ বার জন্মদিনে দেশে থাকছি না।” পারিবারিক বন্ধনও তাঁদের দৃঢ় হয়েছে সময়ের সঙ্গে। তাই চমকে দিয়ে দিদির জন্য বিশেষ আয়োজন করলেন পরীমণির আদরের ভাই অর্ক। নায়িকা যোগ করেন, “অর্ক ভাইয়ের মতো। ওর অনেক আবদার থাকে আমার কাছে। তেমনি এক আবদারে গত কাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা! আমি এত খুশি হয়ে গেছি রে অর্ক! আমি সারাজীবন তোদের সঙ্গে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই।

৩৩ বছরে পা দেবেন পরী। যদিও ৩৩ বছরের মধ্যেই নায়িকাকে নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্পর্ক থেকে শুরু করে তাঁর কটা বিয়ে, শেখ সাদীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন, মাদক কাণ্ডে জড়ানো, জেলে যাওয়া, ডিভোর্স, একা হাতে সন্তানের দায়িত্ব, সবটাই দেখে নিয়েছেন পরী। তবে জন্মদিন পালন করতে দেশ ছেড়ে কোথায় যাচ্ছেন নায়িকা, তা এখনও জানা যায়নি।   

Advertisement

POST A COMMENT
Advertisement