দুই বাংলার জনপ্রিয় পরীমণিকে নিয়ে বিতর্ক কম নেই। একের পর এক বিতর্কে জড়িয়েই পড়ছেন ঢাকাই নায়িকা। বেশ কিছুদিন ধরেই পরীর সঙ্গে গায়ক শেখ সাদীর সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। নায়িকা নিজেও অনেক সময় তাঁর প্রেমে পডার আভাস দিয়েছেন। কিন্তু কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সেই বিষয়টি নিয়ে কখনও তাঁকে কিছু বলতে শোনা যায়নি। এবার সেই জল্পনা আরও কিছুটা উস্কে দিলেন পরীর বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা সেই পরিচারিকা। পিঙ্কি আক্তার নামের সেই পরিচারিকা বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে পরীমণি ও শেখ সাদীকে নিয়ে বিস্ফোরক তথ্য পেশ করেছে।
পিংকি আক্তার একাধিক ভিডিও সাক্ষাৎকারে বলেন, পরীমণি ও শেখ সাদী একসঙ্গে থাকে, একসঙ্গে ঘুরতে যায়। শেখ সাদী পরীর বাড়িতে আসেন। একই বিছানায় পরী ও শেখ সাদী ঘুমোন। এক ঘরে থাকেন। তাঁরা বিয়ে করছে কি না করছে সেটা আমি জানি না। নায়িকার পরিচারিকা আরও বলেন, শেখ সাদী ও পরী একই থালায় খাওয়া-দাওয়া করেন। গায়কের হাতে নায়িকা মারধরও খান। পিংকি আক্তারের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে পরীর বাড়ির ওই পরিচারিকা আরও দাবি করেন, শেখ সাদীর হাতে বেধড়ক মারধর খেয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন পরী। ইদের আগে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। প্রসঙ্গত, ইদের দিনই পরী তাঁর মেহেন্দি হাতের ছবি পোস্ট করেন। যেখানে স্যালাইনের নল লাগানো ছিল এবং মেহেন্দিতে লেখা ছিল এস আদ্যাক্ষর। পিংকি আক্তার জানিয়েছেন যে পরীর এক বছরের মেয়ের ঠিকমতো যত্ন নিতে না পারার কারণে পরী তাঁকে মারধর করেছিল। অভিযোগকারিণীর আরও দাবি, আমার তখনও জ্ঞান ছিল। সেই সময় পরী আমার মুখে হাত বোলাতে বোলাতে বলছিলেন, আমায় তো এভাবেই মারে। এভাবেই মার খেয়ে মুখ বুজে সহ্য করি। (ভিডিওর সত্যতা আজতক বাংলা যাচাই করেনি)।
পিংকি ঢাকাই নায়িকার বিরুদ্ধে আরও অভিযোগ এনে বলেন যে পরীমণি একাধিক পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে রয়েছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার পরীমণির বিরুদ্ধে ঢাকার এক থানায় মারধরের অভিযোগ দায়ের করেছেন ওই পরিচারিকা। তাঁর অভিযোগ, পরী মণির শিশুকন্যাকে খাওয়ানো নিয়ে বচসা বাধে। যার ফলে তাঁকে রীতিমতো মারধর করেন নায়িকা। তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে যেতে চান। সেটুকু মানবিকতাও নাকি দেখাননি নায়িকা। এরপরই ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পিংকি। যদিও ফেসবুক লাইভে এসে সব অভিযোগ নস্যাৎ করেন পরী।