Pori Moni: চোখ ফুলে গিয়েছে, হাসপাতালে ভর্তি পরীমণির ছেলে, কী হল?

Pori Moni: চোখ ফুলে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে, চোখের ওপরটা একেবারে লাল। একরত্তির এরকমই এক ছবি পোস্ট করে বাংলাদেশী অভিনেত্রী পরীমণি লিখলেন দুর্ঘটনা। তবে পরীর ছেলে রাজ্যের এমন অবস্থা কী করে হল সে বিষয়ে বাংলাদেশী অভিনেত্রী কিছুই জানাননি।

Advertisement
চোখ ফুলে গিয়েছে, হাসপাতালে ভর্তি পরীমণির ছেলে, কী হল?হাসপাতালে ভর্তি পরীমণির ছেলে
হাইলাইটস
  • একরত্তির এরকমই এক ছবি পোস্ট করে বাংলাদেশী অভিনেত্রী পরীমণি লিখলেন দুর্ঘটনা।

চোখ ফুলে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে, চোখের ওপরটা একেবারে লাল। একরত্তির এরকমই এক ছবি পোস্ট করে বাংলাদেশী অভিনেত্রী পরীমণি লিখলেন দুর্ঘটনা। তবে পরীর ছেলে রাজ্যের এমন অবস্থা কী করে হল সে বিষয়ে বাংলাদেশী অভিনেত্রী কিছুই জানাননি। সোশ্যাল মিডিয়ায় পরী তাঁর ছেলের ই ছবি পোস্ট করেছেন। আর এই ছবি দেখা মাত্রই কমেন্ট বক্স ভরে উঠছে রাজ্যের সুস্থতা কামনায়। 

প্রাক্তন স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই পরী তাঁর ছেলে রাজ্যকে নিয়ে একাই থাকেন। ছেলের যাবতীয় দেখভালের দায়িত্ব পরীর ওপরই। রাজ্যকে নিয়েই পরী এদিক-সেদিক যান। এমনকী শ্যুটিংয়েও রাজ্যকে নিয়ে যেতে ভোলেন না পরী। স্বামীর সঙ্গে আলাদা হওয়ার পরই পরীর গোটা জীবন জুড়ে এখন শুধুই রাজ্য। তাই রাজ্যের কিছু হলে পরী খুব স্বাভাবিকভাবেই বিচলিত হয়ে পড়েন। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pori Moni (@pori.moni.902)

পরীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, রাজ্য নীল রঙের জামা পরে রয়েছে। হাসপাতালের বেডে শুয়ে। ডানদিকের চোখ এতটাই ফোলা যে চোখ বন্ধ হয়ে গিয়েছে, চোখের ওপরটা লাল। পরী এই ছবি পোস্ট করে লিখেছেন, দুর্ঘটনা। পরীর পোস্ট দেখে বোঝা যাচ্ছে যে রাজ্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে কী করে এই দুর্ঘটনা তা নিয়ে পরী কিছুই জানাননি।

এর আগেও বেশ কিছুবার পরীর ছেলে অসুস্থ হয়ে পড়েছিল। সেই সময় বাংলাদেশী অভিনেত্রী একাই গোটাটা সামলে ছিলেন। চলতি বছরের গোড়ার দিকে পরী তাঁর ছেলে রাজ্যকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতেও আসেন। শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর পরীমনি স্পষ্ট জানিয়েছিলেন ছেলের সম্পূর্ণ দায়িত্ব তিনিই নেবেন। কথামতো ছেলেকে দু’হাতে আগলে রেখেছেন নায়িকা। এখন আবার পরী একটি কন্যা সন্তানও দত্তকও নিয়েছেন। কিছুদিন আগেই দুই ছেলে-মেয়েকে নিয়ে জন্মদিনে কেক কাটলেন পরীমণি। টলিউডেও ডেবিউ করছেন পরী। সোহম-মধুমিতার সঙ্গে ফেলু বক্সী-তে অভিনয় করবেন পরী।  

Advertisement

   

POST A COMMENT
Advertisement