scorecardresearch
 

Idhika Paul: বাংলাদেশে তো হিট, ইধিকার ডেবিউ ছবি 'প্রিয়তমা' কলকাতায় কেমন চলল?

Idhika Paul: টেলিভিশনের পরিচিত মুখ ইধিকা পাল। অভিনেত্রী ইতিমধ্যেই বাংলাদেশে ডেবিউ করে ফেলেছেন। তাও আবার ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে। চলতি বছরের জুনেই মুক্তি পেয়েছে শাকিব-ইধিকা অভিনীত প্রিয়তমা। বাংলাদেশে এই ছবি দারুণভাবে হিট হয়েছে। হলে হলে এই সিনেমা দেখার হিড়িক পড়ে গিয়েছিল দর্শকদের মধ্যে।

Advertisement
idhika paul idhika paul
হাইলাইটস
  • টেলিভিশনের পরিচিত মুখ ইধিকা পাল। অভিনেত্রী ইতিমধ্যেই বাংলাদেশে ডেবিউ করে ফেলেছেন। তাও আবার ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে।

টেলিভিশনের পরিচিত মুখ ইধিকা পাল। অভিনেত্রী ইতিমধ্যেই বাংলাদেশে ডেবিউ করে ফেলেছেন। তাও আবার ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে। চলতি বছরের জুনেই মুক্তি পেয়েছে শাকিব-ইধিকা অভিনীত প্রিয়তমা। বাংলাদেশে এই ছবি দারুণভাবে হিট হয়েছে। হলে হলে এই সিনেমা দেখার হিড়িক পড়ে গিয়েছিল দর্শকদের মধ্যে। গত ৩ নভেম্বর ভারতেও এই ছবি মুক্তি পেয়েছে। কলকাতা তথা বাংলায় এই ছবি দর্শকদের ন জয় করতে পেরেছে কি?

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই ছবি কলকাতা তথা বাংলায় সেভাবে দর্শকদের হলমুখী করতে পারেনি। কারণ শুধুমাত্র সঠিক প্রচারের অভাবে কলকাতায় মুখ থুবড়ে পড়েছে শাকিব-ইধিকার সিনেমা প্রিয়তমা। জানা গিয়েছে, গত ৩ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরায় মুক্তি পায় শাকিব-ইধিকা অভিনীত ‘প্রিয়তমা’। পশ্চিমবঙ্গের ৪০টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেলেও এখন চলছে মাত্র পাঁচটি হলে। অর্থাৎ ৩ দিনের ব্যবধানে ৩৫টি হলে আর শো চলছে না সিনেমাটির। শুধু তাই নয়, ছবিটির দ্বিতীয় সপ্তাহেও কলকাতায় প্রিয়তমা-র কোনও শো নেই। সব শো শহরের বাইরে। 

অথচ বাংলাদেশের পর আমেরিকা ও ইংল্যান্ডেও এই ছবিটিকে ঘিরে দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। কিন্তু এ রাজ্য তথা কলকাতায় এই ছবির কোনও প্রচারই ছিল না। যার ফলে অনেকেই এই ছবি সম্পর্কে কিছুই জানতেন না। হলে দর্শকেরা টাইগার থ্রি কবে আসছে এই নিয়ে প্রশ্ন করছেন। সিনেমার প্রচার ব্যাপকভাবে হলে তবেই দর্শকেরা সিনেমা দেখতে আসেন বলেই দাবি করেছেন শহরের একাধিক হল মালিকেরা। ১১ নভেম্বর পর্যন্ত এ রাজ্যে চলবে প্রিয়তমা ছবিটি। এই ছবির পরিচালক হিমেল আশরফ। 

আরও পড়ুন

প্রসঙ্গত, ইধিকার এই বাংলাদেশী সিনেমার খবর সামনে আসার পর থেকে এই ছবি ঘিরে উৎসাহ যথেষ্ট ছিল। কিন্তু বাংলাদেশে যতটা ভালোবাসা এই সিনেমাকে দেওয়া হয়েছে, ততটাই এই রাজ্যে মুখ থুবড়ে পড়েছে প্রিয়তমা। তবে ইধিকার শহরে তাঁর অভিনীত সিনেমা সেভাবে হিট হয়নি, তা নিয়ে একটু হলেও হতাশ পিলু অভিনেত্রী। তবে ইধিকা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি এখনই ছবি হিট নাকি ফ্লপ সেটা নিয়ে ভাবতে চাইছেন না, বরং এই ছবি শহরের দর্শকেরা দেখার সুযোগ পাচ্ছেন, সেটা ভেবেই আনন্দিত। এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন ইধিকা। সেখানে ফরিদপুরের উপর তৈরি হওয়া একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। মঙ্গলবারেই তাঁর কলকাতায় ফেরার কথা।

Advertisement

 

Advertisement