scorecardresearch
 

Bangladesh Unrest: ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গিয়েছিলেন, বাংলাদেশের সেই হিন্দু গায়কের বাড়ি পুড়ে ছাই

বাংলাদেশে হিন্দুদের উপর হামলা চালানো হচ্ছে। হামলার মুখে পড়লেন ওপার বাংলার জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী রাহুল আনন্দও। ঢাকায় রাহুলের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। বাড়িতে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে শিল্পীর অসংখ্য বাদ্যযন্ত্র। হামলার জেরে কোনওরকমে স্ত্রী-পুত্রকে নিয়ে পালিয়ে প্রাণে বেঁচেছেন শিল্পী। হামলার পর নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন তাঁরা। 

Advertisement
রাহুল আনন্দের বাড়িতে হামলার অভিযোগ। রাহুল আনন্দের বাড়িতে হামলার অভিযোগ।
হাইলাইটস
  • বাংলাদেশে হিন্দুদের উপর হামলা চালানো হচ্ছে।
  • ঢাকায় রাহুলের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।
  • বাড়িতে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশে হিন্দুদের উপর হামলা চালানো হচ্ছে। হামলার মুখে পড়লেন ওপার বাংলার জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী রাহুল আনন্দও। ঢাকায় রাহুলের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। বাড়িতে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে শিল্পীর অসংখ্য বাদ্যযন্ত্র। হামলার জেরে কোনওরকমে স্ত্রী-পুত্রকে নিয়ে পালিয়ে প্রাণে বেঁচেছেন শিল্পী। হামলার পর নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন তাঁরা।

জনপ্রিয় ফোক ব্যান্ড 'জলের গান'-এর শিল্পীর উপর হামলার ঘটনায় শিউরে উঠেছেন সকলে। ১৪০ বছরের পুরনো ওই বাড়িতে একসময় পা রেখেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। 

১৫ বছরের শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে সোমবার। শাসনভার এখন সেনার হাতে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী পদে হাসিনার পদত্যাগের পর থেকেই পদ্মার ওপারে অশান্তি নতুন মাত্রা নিয়েছে। হামলা, লুঠ, খুনোখুনি চলছে। বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টার সূত্রে খবর, ২৭টি জেলায় হিন্দুদের বাড়ি, দোকানে হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে, লালমনিরহাট সদর উপজেলায় সোমবার সন্ধ্যায় তেলিপাড়া গ্রামে প্রদীপ চন্দ্র রায় নামে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। মুহিন রায় নামে এক ব্যক্তির কম্পিউটারের দোকানও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামে ৪ হিন্দু পরিবারে হামলা, লুঠ চালানো হয়েছে বলে অভিযোগ। হাতিবাঁধা উপজেলার পূর্ব সরডুবি গ্রামে ১২টি হিন্দু ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। মেহেরপুরে ইস্কনের মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন


বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বেশি হামলা চালানো হচ্ছে, যা উদ্বেগের বলে মঙ্গলবার রাজ্যসভায় জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন রাজ্যসভায় বাংলাদেশ নিয়ে বিবৃতি দিয়ে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, 'বাংলাদেশ আমাদের খুব কাছের। জানুয়ারি মাস থেকে সেখানে উত্তেজনা রয়েছে। জুন-জুলাইয়ে হিংসা শুরু হয়। সেখানকার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমরা নিয়মিত যোগায়োগ রেখেছিলাম। কোটা ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরও বাংলাদেশে পরিস্থিতির উন্নতি হয়নি। শেখ হাসিনাকে ইস্তফা দিতে হল। ৪ অগস্ট পরিস্থিতি আরও খারাপ হয়। অধিকাংশ হামলা চালানো হয়েছে সংখ্যালঘুদের উপর, যা উদ্বেগের।' পরে লোকসভাতেও বিবৃতি দিতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, 'মন্দির, সংখ্যালঘুদের দোকানে হামলা চালানো হচ্ছে, যা উদ্বেগের।'

Advertisement

অন্য দিকে, বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় দায়স্বীকার করেছে জামাত-ই-ইসলামি। 
 

Advertisement